বিজনেস আওয়ার প্রতিবেদক ধ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩০০ জন।
বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১৭৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৪১৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭৫ হাজার ৮১৭ জন।
বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: