স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র দল হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি রয়েছে কেবল ওয়েস্ট ইন্ডিজের। সেই উইন্ডিজ শিবির এবারের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য খেলছে প্রথম রাউন্ডের গ্রুপ পর্বের ম্যাচ।
সেখানেও প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের অন্যতম অঘটনের শিকার হয়েছিল ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ম্যাচে আজ (১৯ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষেও ১৫৩ রানের বেশি স্কোর দাঁড় করতে পারেনি দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভারেই ২৯ রান তুলে ফেলে জিম্বাবুয়ে।
টানা দুই হারে এক ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় কি না, ওয়েস্ট ইন্ডিজ এমন আশঙ্কাই করছিল সমর্থকরা। তবে শেষ পর্যন্ত দুরন্ত ফর্মে থাকা জিম্বাবুয়েকে থামিয়ে ৩১ রানের জয় তুলে নিয়ে বিশ্বকাপের মঞ্চে টিকে রইল ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজের করা ৭ উইকেটে ১৫৩ রানের জবাবে ১২২ রানেই অলআউট হয় জিম্বাবুইয়ানরা।
হোবার্টে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালোই সূচনা করে উইন্ডিজ শিবির। প্রথম ১০ ওভারে ২ উইকেটে আশির মতো রান তোলে দলটি। কাইল মেয়ার্স ১৩ রানে ফিরলেও আরেক ওপেনার জনসন চার্লসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৫ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজ বোলারদের এলোমেলো বোলিংয়ে দ্রুত রান পেয়ে যায় জিম্বাবুয়ে। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে জিম্বাবুয়ে। তবে উইন্ডিজ বোলাররা নিয়মিত উইকেট তুলে নেওয়ায় বিপদে পড়ে যায় জিম্বাবুইয়ানরা। এক পর্যায়ে ১০২ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় দলটি।
বিজনেস আওয়ার/ ১৯ অক্টোবর,২০২২/ এসএস