ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চার অঞ্চলে পুতিনের মার্শাল ল জারি

  • পোস্ট হয়েছে : ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • 46

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জানিয়েছেন, ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চলে মার্শাল ল জারি করেছেন তিনি।

ইউক্রেনের খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানেস্ক অঞ্চলগুলো কথিত গণভোটের মাধ্যমে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত করেন পুতিন। গত ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অধিভুক্ত করার ঘোষণা দেন তিনি।

তবে অধিকৃত চারটি অঞ্চলের সব অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। পশ্চিমারা এ অধিগ্রহণের নিন্দা জানিয়ে বলেছে, কখনো তারা এটির স্বীকৃতি দেবেন না।

বুধবার নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠকে মার্শাল ল জারি করার বিষয়টি জানান পুতিন।

তিনি বলেন, এ ব্যাপারে, আপনাদের মনে করিয়ে দিতে চাই দোনেৎস্ক রিপাবলিক, লুহানেস্ক রিপাবলিক, খেরসন এবং জাপোরিঝিয়া রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার আগেই সেখানে মার্শাল ল ছিল।

তিনি আরও বলেন, এখন রাশিয়ার আইন অনুযায়ী আমাদের এই শাসনব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে হবে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, অতএব, রাশিয়ান ফেডারেশনের এ চারটি অঞ্চলে মার্শাল ল জারির ডিক্রি জারি করেছি আমি। এটি ফেডারেশন কাউন্সিলের কাছে জরুরিভিত্তিতে পাঠিয়ে দেওয়া হবে।

সূত্র: সিএনএন

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চার অঞ্চলে পুতিনের মার্শাল ল জারি

পোস্ট হয়েছে : ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জানিয়েছেন, ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চলে মার্শাল ল জারি করেছেন তিনি।

ইউক্রেনের খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানেস্ক অঞ্চলগুলো কথিত গণভোটের মাধ্যমে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত করেন পুতিন। গত ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অধিভুক্ত করার ঘোষণা দেন তিনি।

তবে অধিকৃত চারটি অঞ্চলের সব অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। পশ্চিমারা এ অধিগ্রহণের নিন্দা জানিয়ে বলেছে, কখনো তারা এটির স্বীকৃতি দেবেন না।

বুধবার নিরাপত্তা কাউন্সিলের একটি বৈঠকে মার্শাল ল জারি করার বিষয়টি জানান পুতিন।

তিনি বলেন, এ ব্যাপারে, আপনাদের মনে করিয়ে দিতে চাই দোনেৎস্ক রিপাবলিক, লুহানেস্ক রিপাবলিক, খেরসন এবং জাপোরিঝিয়া রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার আগেই সেখানে মার্শাল ল ছিল।

তিনি আরও বলেন, এখন রাশিয়ার আইন অনুযায়ী আমাদের এই শাসনব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে হবে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, অতএব, রাশিয়ান ফেডারেশনের এ চারটি অঞ্চলে মার্শাল ল জারির ডিক্রি জারি করেছি আমি। এটি ফেডারেশন কাউন্সিলের কাছে জরুরিভিত্তিতে পাঠিয়ে দেওয়া হবে।

সূত্র: সিএনএন

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: