বিনোদন ডেস্ক : টানা ১৮ দিন পর অবশেষে করোনা মুক্ত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। আর নিজের সুস্থ হওয়ার কথা নিজেই জানালেন এই শিল্পী। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে প্লাজমা থেরাপি নিয়ে সুস্থ হয়ে উঠেন। দুই দফায় প্লাজমা থেরাপি দেয়া হয় তাকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, আঠারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। খুব কাছে থেকে দেখেছি মৃত্যুকে। প্রায় সময় মনে হয়েছে এটাই বুঝি আমার শেষ নিঃশ্বাস। করোনায় আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়ার কারণে মারাত্বক শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছি। সে সময় প্রায়ই মনে হয়েছে এই বুঝি পৃথিবীকে বিদায় জানাতে হবে।
রবি চৌধুরী আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলে শারীরিক কষ্টের পাশাপাশি কি পরিমাণ যে মানষিক যন্ত্রণায় থাকতে হয় তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন এ ভাইরাস থেকে সবাইকে হেফাজত করেন।
বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২০/এ