ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বার্সাকে হারালো রিয়াল

  • পোস্ট হয়েছে : ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • 71

বিজনেস আওয়ার প্রতিবেদক : এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদ আরেকটি দারুণ জয় পেলো। লা লিগার টেবিলের সবশেষ দল এলচের মাঠে ৩-০ গোলে জিতে কাতালানদের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে বাড়ালো। বুধবার রিয়ালের জয় আরও বড় হতে পারতো। কিন্তু ভিএআরে অফসাইডের কারণে তিনটি গোল বাতিল হয়।

ম্যাচের ষষ্ঠ মিনিটে বেনজেমার স্ট্রাইক ভিনিসিয়ুস জুনিয়রের অফসাইডের কারণে বাতিল হয়। ফর্মে থাকা ভালভার্দে ১১ মিনিটে চমৎকার স্ট্রাইকে গোল করেন। বেনজেমার শট এলচের রক্ষণ থেকে ফিরে আসলে এই মৌসুমের ষষ্ঠ গোল করেন তিনি। বক্সের বাইরে থেকে এনিয়ে তৃতীয়বার জাল কাঁপান ভালভার্দে, এই মৌসুমে ইউরোপের বড় পাঁচটি লিগে উরুগুয়ানের চেয়ে বক্সের বাইরে থেকে বেশি গোল করতে পারেনি কেউ।

আলাবা ২৫তম মিনিটে বেনজেমার সঙ্গে দারুণ সমন্বয়ে জালে বল পাঠান। কিন্তু অফসাইডে গোল বাতিল হয়ে যায়। তৃতীয়বার রিয়ালের গোল বাতিল হয় ৬০তম মিনিটে, যখন বেনজেমা দানি কারভাহালের ক্রস থেকে জাল কাঁপান।

৭০তম মিনিটে এলচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। গোলকিপার আন্দ্রি লুনিন চমৎকার সেভে কার্লোস ক্লার্ককে ব্যর্থ করে দেন।

অবশেষে ৭৫ মিনিটে বেনজেমা রিয়ালের লিড বাড়ান। রদ্রিগোর ব্যাক হিল পাস থেকে ২-০ করেন ফরাসি ফরোয়ার্ড। বদলি নামা আসেনসিও ম্যাচ শেষ হওয়ার এক মিনিট বাকি থাকতে তৃতীয় গোল করেন রদ্রিগোর ক্রস থেকে।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বার্সাকে হারালো রিয়াল

পোস্ট হয়েছে : ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদ আরেকটি দারুণ জয় পেলো। লা লিগার টেবিলের সবশেষ দল এলচের মাঠে ৩-০ গোলে জিতে কাতালানদের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে বাড়ালো। বুধবার রিয়ালের জয় আরও বড় হতে পারতো। কিন্তু ভিএআরে অফসাইডের কারণে তিনটি গোল বাতিল হয়।

ম্যাচের ষষ্ঠ মিনিটে বেনজেমার স্ট্রাইক ভিনিসিয়ুস জুনিয়রের অফসাইডের কারণে বাতিল হয়। ফর্মে থাকা ভালভার্দে ১১ মিনিটে চমৎকার স্ট্রাইকে গোল করেন। বেনজেমার শট এলচের রক্ষণ থেকে ফিরে আসলে এই মৌসুমের ষষ্ঠ গোল করেন তিনি। বক্সের বাইরে থেকে এনিয়ে তৃতীয়বার জাল কাঁপান ভালভার্দে, এই মৌসুমে ইউরোপের বড় পাঁচটি লিগে উরুগুয়ানের চেয়ে বক্সের বাইরে থেকে বেশি গোল করতে পারেনি কেউ।

আলাবা ২৫তম মিনিটে বেনজেমার সঙ্গে দারুণ সমন্বয়ে জালে বল পাঠান। কিন্তু অফসাইডে গোল বাতিল হয়ে যায়। তৃতীয়বার রিয়ালের গোল বাতিল হয় ৬০তম মিনিটে, যখন বেনজেমা দানি কারভাহালের ক্রস থেকে জাল কাঁপান।

৭০তম মিনিটে এলচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। গোলকিপার আন্দ্রি লুনিন চমৎকার সেভে কার্লোস ক্লার্ককে ব্যর্থ করে দেন।

অবশেষে ৭৫ মিনিটে বেনজেমা রিয়ালের লিড বাড়ান। রদ্রিগোর ব্যাক হিল পাস থেকে ২-০ করেন ফরাসি ফরোয়ার্ড। বদলি নামা আসেনসিও ম্যাচ শেষ হওয়ার এক মিনিট বাকি থাকতে তৃতীয় গোল করেন রদ্রিগোর ক্রস থেকে।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: