ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

থেমে থাকা ট্রাককে বাসের ধাক্কা, নিহত ১৫

  • পোস্ট হয়েছে : ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • 46

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্য প্রদেশে থেমে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হন আরও ৪০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে রেওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি প্রায় ১০০ যাত্রী নিয়ে উত্তরপ্রদেশের গোরখপুরের দিকে যাচ্ছিল। গভীর রাতে রেওয়াতে সুহাগি পাহাড়ের কাছে দুর্ঘটনার কারণে হাইওয়েতে থেমে ছিল ট্রাকটি, পেছনে থাকা যাত্রীবাহী বাসটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিয়ে বাসটি উলটে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
আহতদের সুহাগি হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের অবস্থা গুরুতর তাদের রেওয়ার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সেখানকার কর্মকর্তারা।

রেওয়া পুলিশ কর্মকর্তা নবনীত ভাসিন বলেন, বাসে ভ্রমণকারী বেশিরভাগ লোকই উত্তর প্রদেশের শ্রমিক। কর্মকর্তারা বলেছেন, তারা দীপাবলির জন্য বাড়ি যাচ্ছিলেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রূপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

থেমে থাকা ট্রাককে বাসের ধাক্কা, নিহত ১৫

পোস্ট হয়েছে : ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্য প্রদেশে থেমে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হন আরও ৪০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে রেওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি প্রায় ১০০ যাত্রী নিয়ে উত্তরপ্রদেশের গোরখপুরের দিকে যাচ্ছিল। গভীর রাতে রেওয়াতে সুহাগি পাহাড়ের কাছে দুর্ঘটনার কারণে হাইওয়েতে থেমে ছিল ট্রাকটি, পেছনে থাকা যাত্রীবাহী বাসটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিয়ে বাসটি উলটে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
আহতদের সুহাগি হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের অবস্থা গুরুতর তাদের রেওয়ার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সেখানকার কর্মকর্তারা।

রেওয়া পুলিশ কর্মকর্তা নবনীত ভাসিন বলেন, বাসে ভ্রমণকারী বেশিরভাগ লোকই উত্তর প্রদেশের শ্রমিক। কর্মকর্তারা বলেছেন, তারা দীপাবলির জন্য বাড়ি যাচ্ছিলেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রূপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: