ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানদের হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

  • পোস্ট হয়েছে : ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • 77

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। রান তাড়ায় কোনো ঝুঁকি না নিয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের পেস বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১১২ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। ইংলিশ পেসার স্যাম কুরান ম্যাচে ৩.৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। জবাবে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮.১ বলে জয়ের বন্দরে পৌছে যায় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।

শনিবার (২২ অক্টোবর) পার্থে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে জস বাটলারের উইকেট হারিয়ে ৪০ রান তুলেছিল ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক ১৮ রান করেন। এরপর ইংল্যান্ডকে কিছুটা চেপে ধরেছিল আফগান বোলাররা।

মুজিব উর রহমান, মোহাম্মদ নবি ও রশিদ খানদের বিপক্ষে রানের চাকা সচল রাখাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল তাদের সামনে। যার ফলে নিয়মিত বিরতিতে হেলস (১৯), মালান (১৮), স্টোকস (২) বিদায় নেন। তবে লিয়াম লিভিংস্টোনের ২১ বলে ২৯ রানে শেষ পর্যন্ত সহজ জয়ই পায় ইংল্যান্ড।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শুরুতে দেখেশুনেই খেলছিল দুই ওপেনার। তবে ইংলিশ বোলার মার্ক উডের করা তৃতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (১০)। এরপর দলীয় ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। ওপেনার হযরতউল্লাহ জাজাই ১৭ বল মোকাবেলা করে ফেরেন মাত্র ৭ রান করে। তাকে পথ দেখান বেন স্টোকস।

মূলত দুই ওপেনারকে হারিয়েই রানের গতি বাড়ানোর চিন্তা করতে পারেনি নবির দল। অন্যদিকে ইবরাহিম জাদরানের ৩২ বলে ৩২ ও উসমান গনির ৩০ বলে ৩০ রানে দলের সংগ্রহ কোনোরকমে একশ পেরোয়।

তবে শেষদিকে স্যাম কুরানের জাদুকরী স্পেলে ২ বল বাকি থাকতেই ১১২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

কুরানের পাঁচ উইকেট ছাড়াও মার্ক উড ও স্টোকস নেন দুটি করে উইকেট। বাকিটা আরেক পেসার ক্রিস ওকসের দখলে।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আফগানদের হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

পোস্ট হয়েছে : ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। রান তাড়ায় কোনো ঝুঁকি না নিয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের পেস বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১১২ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। ইংলিশ পেসার স্যাম কুরান ম্যাচে ৩.৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। জবাবে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮.১ বলে জয়ের বন্দরে পৌছে যায় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।

শনিবার (২২ অক্টোবর) পার্থে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে জস বাটলারের উইকেট হারিয়ে ৪০ রান তুলেছিল ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক ১৮ রান করেন। এরপর ইংল্যান্ডকে কিছুটা চেপে ধরেছিল আফগান বোলাররা।

মুজিব উর রহমান, মোহাম্মদ নবি ও রশিদ খানদের বিপক্ষে রানের চাকা সচল রাখাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল তাদের সামনে। যার ফলে নিয়মিত বিরতিতে হেলস (১৯), মালান (১৮), স্টোকস (২) বিদায় নেন। তবে লিয়াম লিভিংস্টোনের ২১ বলে ২৯ রানে শেষ পর্যন্ত সহজ জয়ই পায় ইংল্যান্ড।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শুরুতে দেখেশুনেই খেলছিল দুই ওপেনার। তবে ইংলিশ বোলার মার্ক উডের করা তৃতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (১০)। এরপর দলীয় ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। ওপেনার হযরতউল্লাহ জাজাই ১৭ বল মোকাবেলা করে ফেরেন মাত্র ৭ রান করে। তাকে পথ দেখান বেন স্টোকস।

মূলত দুই ওপেনারকে হারিয়েই রানের গতি বাড়ানোর চিন্তা করতে পারেনি নবির দল। অন্যদিকে ইবরাহিম জাদরানের ৩২ বলে ৩২ ও উসমান গনির ৩০ বলে ৩০ রানে দলের সংগ্রহ কোনোরকমে একশ পেরোয়।

তবে শেষদিকে স্যাম কুরানের জাদুকরী স্পেলে ২ বল বাকি থাকতেই ১১২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

কুরানের পাঁচ উইকেট ছাড়াও মার্ক উড ও স্টোকস নেন দুটি করে উইকেট। বাকিটা আরেক পেসার ক্রিস ওকসের দখলে।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: