বিজনেস আওয়ার প্রতিবেদক : অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা। এই জয়ে ১১ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে বার্সা।
রবিবার ৪-৩-৩ ফরমেশন থেকে সরে এসে ৪-২-৩-১ এ সাজান জাভি হার্নান্দেজ। আক্রমণে ছিলেন কেবল রবার্ট লেভানডোভস্কি। তাতে দেম্বেলে যে জায়গা পেয়েছেন, তার সদ্ব্যবহার করেছেন পুরো ম্যাচে।
প্রথমার্ধে ১০ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে ফেলে বার্সা। ১২ মিনিটে দেম্বেলের উঁচুতে লাফিয়ে করা হেড জাল কাঁপায়। ছয় মিনিট পর সার্জি রবার্তোকে দিয়ে গোল করান ফরাসি ফরোয়ার্ড। স্প্যানিশ ফুল ব্যাকের স্ট্রাইক প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।
২২ মিনিটে ডান দিক থেকে দেম্বেলের ক্রসে লেভানডোভস্কি শক্তিশালী শটে তৃতীয় গোল করেন। গত সপ্তাহে ভিয়ারিয়ালকে উড়িয়ে দেওয়ার পর আরেকটি জয়ও নিশ্চিত হয়ে যায় বার্সার। বিরতির পর ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিটেরও কম সময় আগে ফেরান তোরেসকে দিয়ে চতুর্থ গোল করান দেম্বেলে।
এমন জয়ের দিনে মিডফিল্ডার গাভির ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে বার্সাকে। প্রথমার্ধের মাঝপথে কুঁচকির চোটে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। যাতে বিশ্বকাপের আগে স্পেনের কপালে ভাঁজ ফেলেছে।
বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২২/কমা