ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে ৫৫ টাকায় চিনি দেবে টিসিবি

  • পোস্ট হয়েছে : ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • 66

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে হঠাতৎ করে চিনির বাজার অস্থিতিশীল হওয়ায় সাশ্রয়ী মূল্যে পণ্যটি বিক্রির ঘোষণা দিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (২৪ অক্টোবর) থেকে সংস্থাটি রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে। দুপুর ১টা থেকে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি চলবে।

রবিবার (২৩ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি পরিবার কার্ডধারীদের বাইরে সাধারণ মানুষ ৫৫ টাকা দরে টিসিবির এই চিনি কিনতে পারবেন। একজন ক্রেতা এক কেজির বেশি চিনি কিনতে পারবেন না। তবে সোমবার কোন কোন এলাকায় টিসিবির চিনি বিক্রি হবে- তা জানানো হয়নি।

চলতি মাসের প্রথম দিকে খোলা চিনির দাম প্রতি কেজি ৯০ টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে এই দাম কার্যকর হয়নি। গত সপ্তাহের শুরুতেও চিনির দাম কেজিতে ৯৫ টাকার ওপরে ছিল। গত বৃহস্পতিবার খোলা চিনির দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়।

হঠাৎ চিনি দাম সেঞ্চুরি হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি চিনির বাজার নিয়ে চিন্তিত বাংলাদেশ ব্যাংকও। রবিবার বিকালে কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, চা‌হিদার বিপরীতে দে‌শে পর্যাপ্ত চি‌নি আমদানি করা হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, দেশে চিনির সংকট হওয়ার কো‌নো কারণ নেই।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের তুলনায় এ বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। শিগগিরই আরো ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে।

বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আজ থেকে ৫৫ টাকায় চিনি দেবে টিসিবি

পোস্ট হয়েছে : ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে হঠাতৎ করে চিনির বাজার অস্থিতিশীল হওয়ায় সাশ্রয়ী মূল্যে পণ্যটি বিক্রির ঘোষণা দিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (২৪ অক্টোবর) থেকে সংস্থাটি রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে। দুপুর ১টা থেকে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি চলবে।

রবিবার (২৩ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি পরিবার কার্ডধারীদের বাইরে সাধারণ মানুষ ৫৫ টাকা দরে টিসিবির এই চিনি কিনতে পারবেন। একজন ক্রেতা এক কেজির বেশি চিনি কিনতে পারবেন না। তবে সোমবার কোন কোন এলাকায় টিসিবির চিনি বিক্রি হবে- তা জানানো হয়নি।

চলতি মাসের প্রথম দিকে খোলা চিনির দাম প্রতি কেজি ৯০ টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে এই দাম কার্যকর হয়নি। গত সপ্তাহের শুরুতেও চিনির দাম কেজিতে ৯৫ টাকার ওপরে ছিল। গত বৃহস্পতিবার খোলা চিনির দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়।

হঠাৎ চিনি দাম সেঞ্চুরি হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি চিনির বাজার নিয়ে চিন্তিত বাংলাদেশ ব্যাংকও। রবিবার বিকালে কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, চা‌হিদার বিপরীতে দে‌শে পর্যাপ্ত চি‌নি আমদানি করা হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, দেশে চিনির সংকট হওয়ার কো‌নো কারণ নেই।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের তুলনায় এ বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। শিগগিরই আরো ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে।

বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: