বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রায় এক মাসের ব্যবধানে ফের দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (২৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই ভালোমানের স্বর্ণের দাম প্রতি ভরিতে কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮০ হাজার ১৩২ টাকা। যা এতদিন ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।
যা আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হবে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর সর্বশেষ স্বর্ণের দাম কমানো হয়। সে হিসেবে ২৮ দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবার কমানো হলো।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৭ কমিয়ে ৮০ হাজার ১৩২ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫১ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮১৬ টাকা কমিয়ে ৫৪ হাজার ৩৫৪ টাকা করা হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছিল। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯২ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৪ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭০১ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৭০ টাকা করা হয়েছিল।
বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২২/এএইচএ