ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কনক সারোয়ারের বোনের মামলা শুনতে হাইকোর্টের অপারগতা

  • পোস্ট হয়েছে : ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • 53

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিদেশে অবস্থানরত সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত রাকার করা আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় চার্জ গঠনকে চ্যালেঞ্জ করে তিনি এ আবেদন করেছিলেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অপারগতা প্রকাশ করে আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল ও মোহাম্মদ মাকসুদ উল্লাহ।

২০২০ সালের ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করে র্যাব। সেসময় র্যাব দাবি করে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব।

ওই বছরের ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার তিনদিন এবং মাদক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। পরে এই দুই মামলায় ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন।

আর তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গত ১৭ মে বিচারিক আদালত চার্জ গঠন করলে আদেশ চ্যালেঞ্জ করে চলতি বছরের ১ জুন হাইকোর্ট ফৌজদারি বিবিধ মামলা দায়ের করা হয়।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কনক সারোয়ারের বোনের মামলা শুনতে হাইকোর্টের অপারগতা

পোস্ট হয়েছে : ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিদেশে অবস্থানরত সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত রাকার করা আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় চার্জ গঠনকে চ্যালেঞ্জ করে তিনি এ আবেদন করেছিলেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অপারগতা প্রকাশ করে আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল ও মোহাম্মদ মাকসুদ উল্লাহ।

২০২০ সালের ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করে র্যাব। সেসময় র্যাব দাবি করে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব।

ওই বছরের ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার তিনদিন এবং মাদক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। পরে এই দুই মামলায় ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন।

আর তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গত ১৭ মে বিচারিক আদালত চার্জ গঠন করলে আদেশ চ্যালেঞ্জ করে চলতি বছরের ১ জুন হাইকোর্ট ফৌজদারি বিবিধ মামলা দায়ের করা হয়।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: