ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছুটিতে ফুরফুরে মেজাজে টাইগাররা

  • পোস্ট হয়েছে : ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • 116

বিজনেস আওয়ার প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের কষ্টসাধ্য জয় পেয়েছে সাকিব আল হাসানের দল।

নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে এরই মধ্যে হোবার্ট থেকে সিডনিতে পৌঁছে গেছে টাইগাররা। সেখানে পৌঁছে গোটা দলকে আজ ছুটি দিয়েছেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধন শ্রীরাম।

অস্ট্রেলিয়ার মন চাঙা করা পরিবেশে সেই ছুটি ঘুরে বেড়িয়ে কাটাচ্ছেন লিটন, শান্ত, মোসাদ্দেক ও ইয়াসির আলীরা। আবার ঘোরাঘুরির সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

মোসাদ্দের তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ডে অফ’।

ডাচদের বিপক্ষে জয় পেলেও প্রোটিয়াদের বিপক্ষে লড়াইটা খুব একটা সহজ হবে না। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে ডি ককদের খেলা সেই ইঙ্গিতই দিচ্ছে।

সেমির দৌড়ে টিকে থাকতে সামনের ম্যাচে প্রোটিয়াদের জয়টা চাই। বিপরীতে একই ধাপে যাওয়ার পথটা সহজ করতে বাংলাদেশকে পেরোতে হবে প্রোটিয়া বাধা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও ৭০ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ছুটিতে ফুরফুরে মেজাজে টাইগাররা

পোস্ট হয়েছে : ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের কষ্টসাধ্য জয় পেয়েছে সাকিব আল হাসানের দল।

নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে এরই মধ্যে হোবার্ট থেকে সিডনিতে পৌঁছে গেছে টাইগাররা। সেখানে পৌঁছে গোটা দলকে আজ ছুটি দিয়েছেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধন শ্রীরাম।

অস্ট্রেলিয়ার মন চাঙা করা পরিবেশে সেই ছুটি ঘুরে বেড়িয়ে কাটাচ্ছেন লিটন, শান্ত, মোসাদ্দেক ও ইয়াসির আলীরা। আবার ঘোরাঘুরির সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

মোসাদ্দের তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ডে অফ’।

ডাচদের বিপক্ষে জয় পেলেও প্রোটিয়াদের বিপক্ষে লড়াইটা খুব একটা সহজ হবে না। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে ডি ককদের খেলা সেই ইঙ্গিতই দিচ্ছে।

সেমির দৌড়ে টিকে থাকতে সামনের ম্যাচে প্রোটিয়াদের জয়টা চাই। বিপরীতে একই ধাপে যাওয়ার পথটা সহজ করতে বাংলাদেশকে পেরোতে হবে প্রোটিয়া বাধা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও ৭০ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: