ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৬০ বছর গোসল না করা সেই ব্যক্তি মারা গেছেন

  • পোস্ট হয়েছে : ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • 58

আন্তর্জাতিক ডেস্ক: মারা গেছেন ‘বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ’ আখ্যা পাওয়া ইরানের আমু হাজি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪। তরুণ বয়সে কিছু একটা নিয়ে কষ্ট পেয়েছিলেন। সেই কষ্ট থেকে ৬০ বছর গোসল করেননি আমু হাজি নামে ইরানের ওই ব্যাক্তি। তিনি সন্নাসী গোছের মানুষ ছিলেন।

কয়েক দশক ধরে গোসল না করার কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন ২০১৪ সালে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় আমু পানি ও সাবান ভয় পেতেন।

পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হবেন- এই ভয়ে ৫০ বছরেরও বেশি সময় গোসল করেননি আমু হাজি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে বসবাস করতেন আমু। তার গ্রামের লোকজন তাকে কয়েকবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কয়েক মাস আগে শেষ পর্যন্ত গোসল করতে রাজি জন আমু। আর গোসল করার পরই তিনি অসুস্থ হন। কয়েক মাস অসুস্থ থাকার পর রোববার তিনি মারা গেছেন।

২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার প্রিয় খাবার সজারু।

বছরের পর বছর গোসল না করায় তার ত্বকেও পরিবর্তন আসে, পুঁজের আস্তরণ তৈরি হয় তার চামড়ায়। ইরনার খবরে বলা হয় তার পছন্দের খাবারের মধ্যে ছিল পচা মাংস।

গোসল করার জন্য চাপ দেওয়া হলে বা পরিষ্কার পানি পান করতে বলা হলে আমু হাজির মন খারাপ হতো।

সূত্র : বিবিসি।

বিজনেস আওয়ার/২৬ অক্টোবর, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৬০ বছর গোসল না করা সেই ব্যক্তি মারা গেছেন

পোস্ট হয়েছে : ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: মারা গেছেন ‘বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ’ আখ্যা পাওয়া ইরানের আমু হাজি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪। তরুণ বয়সে কিছু একটা নিয়ে কষ্ট পেয়েছিলেন। সেই কষ্ট থেকে ৬০ বছর গোসল করেননি আমু হাজি নামে ইরানের ওই ব্যাক্তি। তিনি সন্নাসী গোছের মানুষ ছিলেন।

কয়েক দশক ধরে গোসল না করার কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন ২০১৪ সালে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় আমু পানি ও সাবান ভয় পেতেন।

পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হবেন- এই ভয়ে ৫০ বছরেরও বেশি সময় গোসল করেননি আমু হাজি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে বসবাস করতেন আমু। তার গ্রামের লোকজন তাকে কয়েকবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কয়েক মাস আগে শেষ পর্যন্ত গোসল করতে রাজি জন আমু। আর গোসল করার পরই তিনি অসুস্থ হন। কয়েক মাস অসুস্থ থাকার পর রোববার তিনি মারা গেছেন।

২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার প্রিয় খাবার সজারু।

বছরের পর বছর গোসল না করায় তার ত্বকেও পরিবর্তন আসে, পুঁজের আস্তরণ তৈরি হয় তার চামড়ায়। ইরনার খবরে বলা হয় তার পছন্দের খাবারের মধ্যে ছিল পচা মাংস।

গোসল করার জন্য চাপ দেওয়া হলে বা পরিষ্কার পানি পান করতে বলা হলে আমু হাজির মন খারাপ হতো।

সূত্র : বিবিসি।

বিজনেস আওয়ার/২৬ অক্টোবর, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: