ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পরবর্তী ম্যাচের জন্য ‘হিরো’র খোঁজে সাকিব

  • পোস্ট হয়েছে : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • 76

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের মঞ্চে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সাকিব আল হাসানদের সামনে বাধা দক্ষিণ আফ্রিকা।

আগামীকাল (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী।

দীর্ঘদিন ধরে জয়-খরায় ভোগা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে দলগত পারফরম্যান্সে ঠিকই শেষ হাসি হেসেছে। যেখানে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছেন তাসকিন আহমেদ। ডাচদের ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট তুলে নিয়ে জয়ের টোন সেট করে দেন এই পেসার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য বল বা ব্যাট হাতে এভাবে অন্য আরেকজন হিরো হয়ে উঠবেন এমনটাই চাওয়া টাইগার অধিনায়ক সাকিবের। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছেন, দলের সবার সামনে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের জন্য নায়ক হওয়ার সুযোগ আছে। এখন কেবল অপেক্ষা সিডনির মাঠে কে নায়ক হন, সেটি দেখার।

সাকিবের ভাষ্যে, আমাদের যে ১১ জন খেলবে তাদের থেকে কারও হিরো হওয়ার আরেকটা সুযোগ কাল (২৭ অক্টোবর)। ঐ হিরো কে হবে? এসব ব্যাপার আমাদের কাছে অনেক বড় ভূমিকা রাখে। আমি যেটা বললাম, ওপেনারদের ২০ ওভার ব্যাটিং করার সুযোগ আছে। কেন তারা করতে পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে। বোলাররা আগেরদিন যেমন বলে করেছে, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারব না?’

বিজনেস আওয়ার/২৬ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পরবর্তী ম্যাচের জন্য ‘হিরো’র খোঁজে সাকিব

পোস্ট হয়েছে : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের মঞ্চে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সাকিব আল হাসানদের সামনে বাধা দক্ষিণ আফ্রিকা।

আগামীকাল (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী।

দীর্ঘদিন ধরে জয়-খরায় ভোগা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে দলগত পারফরম্যান্সে ঠিকই শেষ হাসি হেসেছে। যেখানে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছেন তাসকিন আহমেদ। ডাচদের ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট তুলে নিয়ে জয়ের টোন সেট করে দেন এই পেসার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য বল বা ব্যাট হাতে এভাবে অন্য আরেকজন হিরো হয়ে উঠবেন এমনটাই চাওয়া টাইগার অধিনায়ক সাকিবের। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছেন, দলের সবার সামনে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের জন্য নায়ক হওয়ার সুযোগ আছে। এখন কেবল অপেক্ষা সিডনির মাঠে কে নায়ক হন, সেটি দেখার।

সাকিবের ভাষ্যে, আমাদের যে ১১ জন খেলবে তাদের থেকে কারও হিরো হওয়ার আরেকটা সুযোগ কাল (২৭ অক্টোবর)। ঐ হিরো কে হবে? এসব ব্যাপার আমাদের কাছে অনেক বড় ভূমিকা রাখে। আমি যেটা বললাম, ওপেনারদের ২০ ওভার ব্যাটিং করার সুযোগ আছে। কেন তারা করতে পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে। বোলাররা আগেরদিন যেমন বলে করেছে, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারব না?’

বিজনেস আওয়ার/২৬ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: