বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে স্টাইল ক্রাফটের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে স্টাইল ক্রাফটের শেয়ার দর ছিল ১৪৮.২০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২০৫.৩০ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ৫৭.১০ টাকা বা ৩৮.৫৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্টাইল ক্রাফট ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের ৩৬.৩২ শতাংশ, বেক্সিমকোর ৩৩.৯৬ শতাংশ, নর্দার্ণ জটের ২৯.৯৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২৩.৮৯ শতাংশ, রূপালী ব্যাংকের ২৩.৭৫ শতাংশ, সিটি ব্যাংকের ২৩.৬৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ২৩.১৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ২২.৮৪ শতাংশ এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর ২২.৮১ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এস