ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইভ্যালির শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • পোস্ট হয়েছে : ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • 75

বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রতারণার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৬ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।

সম্প্রতি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বলেন, গত ১৯ অক্টোবর মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত সেটি নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২২ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মাধ্যমে পণ্য বিক্রির নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে আলমগীর হোসেন নামে এক গ্রাহক মামলা করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আসামি করা হয়।

বিজনেস আওয়ার/২৬ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইভ্যালির শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পোস্ট হয়েছে : ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রতারণার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৬ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।

সম্প্রতি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বলেন, গত ১৯ অক্টোবর মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত সেটি নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২২ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মাধ্যমে পণ্য বিক্রির নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে আলমগীর হোসেন নামে এক গ্রাহক মামলা করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আসামি করা হয়।

বিজনেস আওয়ার/২৬ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: