বিজনেস আওয়ার প্রতিবেদক : ব্যবসায় ধারাবাহিক উন্নতি করতে করতে ২০১৮ সালের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) মুনাফায় সব ব্যাংকের শীর্ষে উঠে ব্র্যাক ব্যাংক। তবে সেই ব্যাংকটিই এখন ধারাবাহিক পতনে নিমজ্জিত। একইসঙ্গে হারিয়েছে মুনাফা অর্জনের শীর্ষস্থান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালের ৯ মাসে বা প্রথম তিন প্রান্তিকের ব্যবসায় ইসলামী ব্যাংককে পেছনে ফেলে মুনাফার শীর্ষস্থান দখল করে ব্র্যাক ব্যাংক। ওইসময় ব্যাংকটির মুনাফা হয়েছিল ৩৮০ কোটি ৮১ লাখ টাকা। তবে ওই সালেরই পুরো বছরের ব্যবসায় সেই শীর্ষস্থান হারিয়ে ফেলে ব্যাংকটি।
ব্যাংকটি নিয়মিত বোনাস শেয়ার দিয়েও মুনাফায় উন্নতি করতে পারছে না। বরং অবনতি হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৫৬৭ কোটি ১ লাখ টাকা মুনাফা করা ব্যাংকটির ২০১৯ সালে মুনাফা নেমে এসেছে ৪৫৮ কোটি ২৬ লাখ টাকায়।
চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) শীর্ষস্থানে থাকা ইসলামী ব্যাংকের মুনাফা হয়েছে ৩১২ কোটি ৩৫ লাখ টাকা। আর একইসময়ে ব্র্যাক ব্যাংকের মুনাফা হয়েছে ১২৫ কোটি ৯৬ লাখ টাকা। যা ইসলামি ব্যাংকের তুলনায় অর্ধেকেরও কম।
এদিকে ২০১৯ সালের তুলনায় চলতি বছরের ১ম ও ২য় প্রান্তিকেও উল্লেখযোগ্য পতন হয়েছে ব্র্যাক ব্যাংকের। ২০১৯ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের ১ম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩২ শতাংশ। আর ২য় প্রান্তিকে কমেছে ৭৬ শতাংশ।
ব্র্যাক ব্যাংকের ২০১৯ সালের ১ম প্রান্তিকের ১.০৪ টাকার ইপিএস কমে চলতি বছরের একইসময়ে হয়েছে ০.৭১ টাকা। আর ২য় প্রান্তিকের ০.৯৮ টাকার ইপিএস কমে হয়েছে ০.২৪ টাকা।
ব্যবসায় পতনের সঙ্গে সঙ্গে ব্যাংকটির শেয়ার দরেও বড় পতন হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ব্যাংকটির শেয়ার দর দাড়িঁয়েছে ৩৫.১০ টাকায়। যা ২০১৯ সালের ১৮ মার্চে ছিল ৮৮.৬০ টাকা।
বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/আরএ