ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর বেঁচে নেই

  • পোস্ট হয়েছে : ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক: বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর বেঁচে নেই। শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিত্রশিল্পী মুর্তজা বশীর ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে।

শিল্পীর মেয়ে মুনীরা বশীর এ তথ্য নিশ্চিত করে বলেন, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা নিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে৷ শুক্রবার থেকে তার পালস পাওয়া যাচ্ছিল না৷ পরে শনিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷

উল্লেখ্য, ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান। একই কাজে ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার পান। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীরের ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’, ‘রক্তাক্ত ২১শে’ শিরোনামের চিত্রকর্মগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। এছাড়া তিনি বই লিখেছেন এবং গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়েও।

বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর বেঁচে নেই

পোস্ট হয়েছে : ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর বেঁচে নেই। শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিত্রশিল্পী মুর্তজা বশীর ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে।

শিল্পীর মেয়ে মুনীরা বশীর এ তথ্য নিশ্চিত করে বলেন, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা নিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে৷ শুক্রবার থেকে তার পালস পাওয়া যাচ্ছিল না৷ পরে শনিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷

উল্লেখ্য, ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান। একই কাজে ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার পান। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীরের ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’, ‘রক্তাক্ত ২১শে’ শিরোনামের চিত্রকর্মগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। এছাড়া তিনি বই লিখেছেন এবং গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়েও।

বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: