বিজনস আওয়ার প্রতিবেদক : বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। বুধবার (২৬ অক্টোবর) প্রতিষ্ঠানটির মিরপুরের নতুন শাখায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চীফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ সাব্বীর হোসেইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ তাদের উন্নত ও আসন্ন গ্রাহক সেবাগুলো বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে। একই সঙ্গে শেয়ারবাজারে চালু হওয়া নতুন বন্ড মার্কেট নিয়েও বিনিয়োগকারীদের সাথে বিস্তারিত আলোচনা হয়।
শেয়ারবাজার বিনিয়োগে বিনিয়োগকারীদের আস্থা, বন্ড মার্কেট নিয়ে তাদের প্রত্যাশা এবং ব্র্যাক ইপিএল স্টকের সেবা নিয়ে তাদের মতামত উপস্থিত কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।
বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২২/পিএস