ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বার্সাকে ৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে বায়ার্ন

  • পোস্ট হয়েছে : ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
  • 36

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়ে বিধ্বস্ত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দলের হয়ে জোড়া গোল করেছেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনহো। আর একটি করে গোল করেছেন ইভান পেরিসিচ, সার্জি জিনাব্রি, জশুয়া কিমিচ ও রবার্ট লেভান্ডভস্কি।

শুক্রবার রাতে পর্তুগালের এস্তাদিও দো স্পোর্ট লিসবোন স্টেডিয়ামে বায়ার্নের গতি আর কৌশলের কাছে অসহায় ছিলো বার্সা। লিওনেল মেসি ছিলেন তার নিজের ছায়া হয়ে। দাঁড়িয়ে থেকে শুধু দেখেছেন দলের ডিফেন্সের করুণ পরিনতি।

ম্যাচের চার মিনিটের মাথায় এগিয়ে যায় বায়ার্ন। লেভানডস্কির কাছ থেকে পাওয়া বল গোল করে দলকে এগিয়ে নেন মুলার। তবে এই লিড বেশিক্ষণ স্থাযী হয় নি। ম্যাচের সপ্তম মিনিটেই সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা। বায়ার্নের দাভিদ আলাভার আত্মঘাতী গোলে বার্সা ১-১ সমতায় ফেরে।

তবে এরপর পর ম্যাচের চিত্রটা পাল্টে যায় মুহূর্তেই। বায়ার্নের গতিময় ফুটবলের কাছে বার্সার রক্ষণ হয়ে যায় পাড়ার ফুটবলের মতো। ২১-৩১ এই ১০ মিনিটের ঝড়েই নষ্ট হয়ে যায় বার্সার সেমিফাইনালের স্বপ্ন। ২১ মিনিটে পেরিসিচের বাম পায়ের জোড়ালো শটে ২-১ গোলে এগিয়ে যায় বায়ার্ন।

২৭ মিনিটে জিনাব্রি গোল করলে ৩-১ গোলের লিড পায় জার্মান চ্যাম্পিয়নরা। বায়ার্নের চতুর্থ সাফল্য আসে ৩১ মিনিটে। এবারও গোলদাতা মুলার। প্রধমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ।

বিরতির পর আক্রমনের ধার বাড়াতে গ্রিজম্যানকে মাঠে নামান বার্সা কোচ সেতিয়েন। ৫৭ মিনিটে ব্যবধান কমায় বার্সা। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে একক প্রচেষ্টা দারুণ এক গোল করেন সুয়ারেজ। ব্যবধান দাড়ায় ৪-২ গোলের।

তবে এরপর বার্সার ডিফেন্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলা শুরু করে দেয় বায়ার্ন। ৬৩ মিনিটে গোল করেন কিমিচ। স্কোর লাইন হয় ৫-২। ৮২ মিনিটে গোল করেন লেভানদস্কি। ৬-২ গোলে এগিয়ে বায়ার্ন। ম্যাচের পরের গল্পটা বার্সার জন্য আরও করুণ। গোল দুটি দিয়েছেন বার্সা থেকেই ধার করে বায়ার্নে যোগ দেওয়া ফিলিপে কৌতিনহো।

৮৫ মিনিটে বার্সার জালে জড়ান কৌতিনহো। আর ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে কৌতিনহো নিজের দ্বিতীয় গোল করলে ৮-২ গোলের বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় বায়ার্নের। ইউরোপ সেরার মঞ্চে প্রথমবার বায়ার্ন কোনো দলকে আট গোল দিল। অন্যদিকে বার্সাও প্রথমবারের মতো আট গোল হজম করলো।

বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বার্সাকে ৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে বায়ার্ন

পোস্ট হয়েছে : ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়ে বিধ্বস্ত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দলের হয়ে জোড়া গোল করেছেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনহো। আর একটি করে গোল করেছেন ইভান পেরিসিচ, সার্জি জিনাব্রি, জশুয়া কিমিচ ও রবার্ট লেভান্ডভস্কি।

শুক্রবার রাতে পর্তুগালের এস্তাদিও দো স্পোর্ট লিসবোন স্টেডিয়ামে বায়ার্নের গতি আর কৌশলের কাছে অসহায় ছিলো বার্সা। লিওনেল মেসি ছিলেন তার নিজের ছায়া হয়ে। দাঁড়িয়ে থেকে শুধু দেখেছেন দলের ডিফেন্সের করুণ পরিনতি।

ম্যাচের চার মিনিটের মাথায় এগিয়ে যায় বায়ার্ন। লেভানডস্কির কাছ থেকে পাওয়া বল গোল করে দলকে এগিয়ে নেন মুলার। তবে এই লিড বেশিক্ষণ স্থাযী হয় নি। ম্যাচের সপ্তম মিনিটেই সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা। বায়ার্নের দাভিদ আলাভার আত্মঘাতী গোলে বার্সা ১-১ সমতায় ফেরে।

তবে এরপর পর ম্যাচের চিত্রটা পাল্টে যায় মুহূর্তেই। বায়ার্নের গতিময় ফুটবলের কাছে বার্সার রক্ষণ হয়ে যায় পাড়ার ফুটবলের মতো। ২১-৩১ এই ১০ মিনিটের ঝড়েই নষ্ট হয়ে যায় বার্সার সেমিফাইনালের স্বপ্ন। ২১ মিনিটে পেরিসিচের বাম পায়ের জোড়ালো শটে ২-১ গোলে এগিয়ে যায় বায়ার্ন।

২৭ মিনিটে জিনাব্রি গোল করলে ৩-১ গোলের লিড পায় জার্মান চ্যাম্পিয়নরা। বায়ার্নের চতুর্থ সাফল্য আসে ৩১ মিনিটে। এবারও গোলদাতা মুলার। প্রধমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ।

বিরতির পর আক্রমনের ধার বাড়াতে গ্রিজম্যানকে মাঠে নামান বার্সা কোচ সেতিয়েন। ৫৭ মিনিটে ব্যবধান কমায় বার্সা। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে একক প্রচেষ্টা দারুণ এক গোল করেন সুয়ারেজ। ব্যবধান দাড়ায় ৪-২ গোলের।

তবে এরপর বার্সার ডিফেন্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলা শুরু করে দেয় বায়ার্ন। ৬৩ মিনিটে গোল করেন কিমিচ। স্কোর লাইন হয় ৫-২। ৮২ মিনিটে গোল করেন লেভানদস্কি। ৬-২ গোলে এগিয়ে বায়ার্ন। ম্যাচের পরের গল্পটা বার্সার জন্য আরও করুণ। গোল দুটি দিয়েছেন বার্সা থেকেই ধার করে বায়ার্নে যোগ দেওয়া ফিলিপে কৌতিনহো।

৮৫ মিনিটে বার্সার জালে জড়ান কৌতিনহো। আর ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে কৌতিনহো নিজের দ্বিতীয় গোল করলে ৮-২ গোলের বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় বায়ার্নের। ইউরোপ সেরার মঞ্চে প্রথমবার বায়ার্ন কোনো দলকে আট গোল দিল। অন্যদিকে বার্সাও প্রথমবারের মতো আট গোল হজম করলো।

বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: