ঢাকা , শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের লক্ষ্য ২০৬ রান

  • পোস্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয় ২০৫ রান করে প্রোটিয়ারা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে সিডনি স্টেডিয়ামে রেকর্ড রান করতে করতেও করতে পারেনি প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে রাইলি রুশোর দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতকে ৫ উইকেটে ২০৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে টাইগারদের করতে হবে ২০৬ রান।

সিডনিতে টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান ছিল ২২১ রান। ২০০৭ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ২০০ রান ছিল ভারতের। এবার অবশ্য এই জায়গা দখল করে নিলো দক্ষিণ আফ্রিকা।

এদিকে এটি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের শতকে ৪ উইকেটে ২২৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

সিডনিতে এদিন টসে হেরে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ২ রানে ফেরান তাসকিন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে কুইন্টন ডি কক এবং রুশো ৮৫ বলে ১৬৮ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন।

ডি কককে ব্যক্তিগত ৬৩ রানে পার্টটাইমার আফিফ ফেরালে আবার খেলায় ফেরে বাংলাদেশ। শেষ ৩৪ বলে মাত্র ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। যদিও একপ্রান্তে ৫২ বলে শতক তুলে নেন রুশো। শেষ পর্যন্ত ৫৬ বলে ৭টি চার ও ৮টি ছয়ে ১০৯ রান করে ফেরেন এই প্রোটিয়ান।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান কোনো উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ২৫ রান। অবশ্য উইকেট বিবেচনায় টাইগারদের পক্ষে সেরা বোলার অধিনায়ক সাকিব। ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন সাকিব। এছাড়াও আফিফ, তাসকিন ও হাসান পান ১টি করে উইকেট।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশের লক্ষ্য ২০৬ রান

পোস্ট হয়েছে : ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয় ২০৫ রান করে প্রোটিয়ারা।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে সিডনি স্টেডিয়ামে রেকর্ড রান করতে করতেও করতে পারেনি প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে রাইলি রুশোর দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতকে ৫ উইকেটে ২০৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে টাইগারদের করতে হবে ২০৬ রান।

সিডনিতে টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রান ছিল ২২১ রান। ২০০৭ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ২০০ রান ছিল ভারতের। এবার অবশ্য এই জায়গা দখল করে নিলো দক্ষিণ আফ্রিকা।

এদিকে এটি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে ডেভিড মিলারের শতকে ৪ উইকেটে ২২৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

সিডনিতে এদিন টসে হেরে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ২ রানে ফেরান তাসকিন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে কুইন্টন ডি কক এবং রুশো ৮৫ বলে ১৬৮ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন।

ডি কককে ব্যক্তিগত ৬৩ রানে পার্টটাইমার আফিফ ফেরালে আবার খেলায় ফেরে বাংলাদেশ। শেষ ৩৪ বলে মাত্র ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। যদিও একপ্রান্তে ৫২ বলে শতক তুলে নেন রুশো। শেষ পর্যন্ত ৫৬ বলে ৭টি চার ও ৮টি ছয়ে ১০৯ রান করে ফেরেন এই প্রোটিয়ান।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান কোনো উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ২৫ রান। অবশ্য উইকেট বিবেচনায় টাইগারদের পক্ষে সেরা বোলার অধিনায়ক সাকিব। ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন সাকিব। এছাড়াও আফিফ, তাসকিন ও হাসান পান ১টি করে উইকেট।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: