স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ড শেষ হয়েছে। এক রাউন্ড বাকি থাকতেই ১২টি দল এরই মধ্যে তাদের নক-আউট পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে পরাজয়ের গ্লানি নিয়ে অনেক ক্লাব নেমে গেছে ইউরোপা লিগে।
চলতি আসরে আগামী ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ খেলাগুলো। তার আগেই যেসব দল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে তার তালিকায় নজর দেওয়া যাক-
চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বে যারা :
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, চেলসি, বেনফিকা, নাপোলি, ক্লাব ব্রুশ, পোর্তো ও বরুশিয়া ডর্টমুন্ড।
১৬ দলের মধ্যে নক-আউট পর্ব নিশ্চিত করা এই ১২টি দলের মধ্যে বায়ার্ন, ম্যান সিটি, চেলসি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। এদিকে ইন্টার মিলান ও ডর্টমুন্ডেরও গ্রুপ রানার্সআপ হওয়া নিশ্চিত। অন্য গ্রুপগুলোতে কারা চ্যাম্পিয়ন হবে তা ঠিক হবে শেষ রাউন্ডের পর।
নিয়ম অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে রানার আপের। তবে একই দেশের দুই ক্লাব মুখোমুখি হতে পারবে না। সেক্ষেত্রে ড্রয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে কে কার বিপক্ষে খেলবে।
ইউরোপা লিগে জায়গা হলো যাদের:
বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, আয়াক্স, শাখতার, সেভিয়া ও জুভেন্টাসের এরই মধ্যে ইউরোপা লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে। যদিও তাদের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ করতে হবে না, সরাসরি শেষ ৩২ এর নকআউট পর্বে খেলবে তারা।
বিজনেস আওয়ার/ ২৭ অক্টোবর,২০২২/এসএস