বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৫ কোম্পানির পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।
* শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ
কোম্পানির নাম | লভ্যাংশ | ইপিএস | রেকর্ড ডেট | এজিএম |
১. আনোয়ার গ্যালভানাইজিংয়ের | বোনাস ৮০ শতাংশ, নগদ ২০ শতাংশ। | ১১.৫৪ টাকা | ১৬ নভেম্বর | ১৭ জানুয়ারি |
২. সাইফ পাওয়ারটেকের | ১০ শতাংশ নগদ | ১.৩২ টাকা | ১৭ নভেম্বর | ২৯ ডিসেম্বর |
৩. নাভানা ফার্মার | ১১ শতাংশ নগদ | ৩.৪২ টাকা | ২৮ নভেম্বর | ২২ ডিসেম্বর |
৪. এস আলমের | ৫ শতাংশ নগদ | ০.৬৭ টাকা | ২৪ নভেম্বর | ৭ জানুয়ারি |
৫. জিবিবি পাওয়ারের | ৩ শতাংশ নগদ | ১.০১ টাকা | ১ ডিসেম্বর | ২৭ ডিসেম্বর |
৬. প্যাসিফিক ডেনিমসের | ১ শতাংশ নগদ | ০.১৯ টাকা | ২০ ডিসেম্বর | ২৯ ডিসেম্বর |
৭. এডভেন্ট ফার্মার | ২ শতাংশ নগদ | ১.০৫ টাকা | ১৭ ডিসেম্বর | ২৭ ডিসেম্বর |
৮. সিলভা ফার্মার | ৩ শতাংশ নগদ | ০.৭৫ টাকা | ১ ডিসেম্বর | ২৯ ডিসেম্বর |
৯. মেট্রো স্পিনিংয়ের | ৩ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস | ১.৩৮ টাকা | ২৩ নভেম্বর | ২৮ ডিসেম্বর |
১০. এইচ আর টেক্সটাইলের | ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস | ২.৭৯ টাকা | ২২ নভেম্বর | ১৮ ডিসেম্বর |
১১. বেক্সিমকো ফার্মার | ৩৫ শতাংশ নগদ | ১১.৪৮ টাকা | ২১ শতাংশ | ২২ ডিসেম্বর |
১২. বেক্সিমকোর | ৩০ শতাংশ নগদ | ১৪.৩২ টাকা | ২১ নভেম্বর | ২২ ডিসেম্বর |
১৩. শাইনপুকুরের | ৩ শতাংশ নগদ | ০.৩৯ টাকা | ২১ নভেম্বর | ২২ ডিসেম্বর |
১৪. ডিএসই’র | ৬ শতাংশ নগদ | ০.৬৯ টাকা | ২৮ নভেম্বর | ২৬ ডিসেম্বর |
১৫. ফাইন ফুডসের | ১.৫ শতাংশ নগদ | ০.০২ টাকা | ১৭ নভেম্বর | ২১ ডিসেম্বর |
১৬. মুন্নু এগ্রোর | ১৫ শতাংশ নগদ | ১.৫৯ টাকা | ২১ নভেম্বর | ১৪ ডিসেম্বর |
১৭. বারাকা পাওয়ারের | ১০ শতাংশ নগদ | ২.১৩ টাকা | ২২ নভেম্বর | ১৫ ডিসেম্বর |
১৮. প্যারামাউন্ট টেক্সটাইলের | ১০ শতাংশ নগদ | ৪.৬৭ টাকা | ২১ নভেম্বর | ২৯ ডিসেম্বর |
১৯. সোনারগাঁও টেক্সটাইলের | ১ শতাংশ নগদ | ০.৩৩ টাকা | ২৬ নভেম্বর | ২১ ডিসেম্বর |
২০. অলিম্পিক ইন্ডাস্ট্রিজের | ৪৫ শতাংশ নগদ | ৬.০৩ টাকা | ২৪ নভেম্বর | ২৬ ডিসেম্বর |
২১. এমএল ডায়িংয়ের | ১০ শতাংশ নগদ | ০.৪৩ টাকা | ১৭ নভেম্বর | ১৭ ডিসেম্বর |
২২. ফরচুন সুজের | ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস | ২.৩০ টাকা | ২৪ নভেম্বর | ৮ ডিসেম্বর |
২৩. * হামিদ ফেব্রিক্সের | ৫ শতাংশ নগদ | ০.৬৭ টাকা | ২৯ নভেম্বর | ২৯ ডিসেম্বর |
২৪. ইউনাইটেড পাওয়ারের | ১৭০ শতাংশ নগদ | ১৭.২১ টাকা | ২২ নভেম্বর | ২৭ ডিসেম্বর |
২৫. মুন্নু সিরামিকের | ১০ শতাংশ নগদ | ১.০৩ টাকা | ২১ নভেম্বর | ১৪ ডিসেম্বর |
২৬. হা-ওয়েল টেক্সটাইলের | ২৫ শতাংশ নগদ | ৪.৫৪ টাকা | ২৪ নভেম্বর | ২২ ডিসেম্বর |
২৭. শাশা ডেনিমসের | ১০ শতাংশ নগদ | ৫.৭৫ টাকা | ২০ নভেম্বর | ২০ ডিসেম্বর |
২৮. ম্যাকসন্স স্পিনিংয়ের | ১০ শতাংশ নগদ | ২.১১ টাকা | ৬ ডিসেম্বর | ৬ ফেব্রুয়ারি |
২৯. ন্যাশনাল টির | ৭.৫ শতাংশ নগদ | ৩৪.৪৭ টাকা লোকসান | ১৭ নভেম্বর | ২৮ ডিসেম্বর |
৩০. সিমটেক্স ইন্ডাস্ট্রিজের | ৮ শতাংশ নগদ | ০.৯৭ টাকা | ২৪ নভেম্বর | ২২ ডিসেম্বর |
৩১. তশরিফা ইন্ডাস্ট্রিজের | ৩ শতাংশ নগদ | ১.৬১ টাকা | ৩০ নভেম্বর | ২৬ ডিসেম্বর |
৩২. সাফকো স্পিনিংয়ের | ২ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস | ০.৩৩ টাকা | ২৪ নভেম্বর | ২৮ ডিসেম্বর |
৩৩. শাহজিবাজার পাওয়ারের | ১৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস | ৪.৩০ টাকা | ১ ডিসেম্বর | ২৯ জানুয়ারি |
৩৪. এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের | ১০ শতাংশ নগদ | ০.৩৪ টাকা | ১৭ নভেম্বর | ৮ ডিসেম্বর |
৩৫. ওয়াটা কেমিক্যালসের | ২০ শতাংশ নগদ | ৪.০৫ টাকা | ২২ নভেম্বর | ২৯ ডিসেম্বর |
বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২২/এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: