ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উৎপাদন বেড়েছে জি কিউ বলপেনের

  • পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জি কিউ বলপেন প্রায় দিগুণ উৎপাদন বাড়িয়েছে।উৎপাদন বাড়াতে ইতিমধ্যে কোম্পানি নতুন মেশিনারিজ ক্রয় করে সেটআপ করেছে। গত ২ মাস ধরে নতুন মেশিনারিজের প্লাস্টিক পন্য উৎপাদন পুরোদমে চলছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। আগামী অর্থবছরের আয়ে এর ইতিবাচক প্রভাব পড়বে বেল কোম্পানি সূত্রে জানা গেছে।

এছাড়া জিকিউ বলপেনের নতুন প্রতিষ্ঠান জিকিউ ফুড কার্যক্রম চলছে। জি কিউ ফুড খাদ্য জাতীয় পন্য উৎপাদন করছে। পটেটো ক্রেকার্স, পালভাজা কালচিজ জাতীয় পন্য ইতিমধ্যে বাজারজাত করা হচ্ছে।

পাশপাশি রাজধানীর অভিজাত এলাকা উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ রোডে নির্মিত চৌদ্দতলা বিশিষ্ট জি.কিউ শেফালী টাওয়ারের কাজ শেষ পর্যায়ে রয়েরেছ। কোম্পানির বাৎসরিক মুনাফা প্রায় ২ কোটি টাকার ওপরে বৃদ্ধি পাবে জি কিউ বলপেনের নতুন ভবন নির্মাণের ফলে। রা

এ ক্যাটাগরির কোম্পানিটি তালিকাভুক্তির পর থেকে ভালো লভ্যাংশ দিয়ে আসছে। কোম্পানীর পেইড আপ ক্যাপিটাল রয়েছে ৮৯.২৮ কোটি টাকা আর অথরাইজ ক্যাপিটাল ৫০০ কোটি এবং মার্কেট ক্যাপিটালাইজেশন ১১৭৫.০৮১ কোটি টাকা। ।

প্রতি শেয়ারে কোম্পানীর নীট অ্যাসেট ভেল্যু ১৪৮.২৩ টাকা । ২০১৮ সাল থেকে সেল ট্রেডার কোম্পানির অ্যাসেট ভেল্যু ঊর্ধ্বগতির দিকে থাকায় এবছর আরো বেড়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।

বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উৎপাদন বেড়েছে জি কিউ বলপেনের

পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জি কিউ বলপেন প্রায় দিগুণ উৎপাদন বাড়িয়েছে।উৎপাদন বাড়াতে ইতিমধ্যে কোম্পানি নতুন মেশিনারিজ ক্রয় করে সেটআপ করেছে। গত ২ মাস ধরে নতুন মেশিনারিজের প্লাস্টিক পন্য উৎপাদন পুরোদমে চলছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। আগামী অর্থবছরের আয়ে এর ইতিবাচক প্রভাব পড়বে বেল কোম্পানি সূত্রে জানা গেছে।

এছাড়া জিকিউ বলপেনের নতুন প্রতিষ্ঠান জিকিউ ফুড কার্যক্রম চলছে। জি কিউ ফুড খাদ্য জাতীয় পন্য উৎপাদন করছে। পটেটো ক্রেকার্স, পালভাজা কালচিজ জাতীয় পন্য ইতিমধ্যে বাজারজাত করা হচ্ছে।

পাশপাশি রাজধানীর অভিজাত এলাকা উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ রোডে নির্মিত চৌদ্দতলা বিশিষ্ট জি.কিউ শেফালী টাওয়ারের কাজ শেষ পর্যায়ে রয়েরেছ। কোম্পানির বাৎসরিক মুনাফা প্রায় ২ কোটি টাকার ওপরে বৃদ্ধি পাবে জি কিউ বলপেনের নতুন ভবন নির্মাণের ফলে। রা

এ ক্যাটাগরির কোম্পানিটি তালিকাভুক্তির পর থেকে ভালো লভ্যাংশ দিয়ে আসছে। কোম্পানীর পেইড আপ ক্যাপিটাল রয়েছে ৮৯.২৮ কোটি টাকা আর অথরাইজ ক্যাপিটাল ৫০০ কোটি এবং মার্কেট ক্যাপিটালাইজেশন ১১৭৫.০৮১ কোটি টাকা। ।

প্রতি শেয়ারে কোম্পানীর নীট অ্যাসেট ভেল্যু ১৪৮.২৩ টাকা । ২০১৮ সাল থেকে সেল ট্রেডার কোম্পানির অ্যাসেট ভেল্যু ঊর্ধ্বগতির দিকে থাকায় এবছর আরো বেড়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।

বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: