আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ব্রোকেন অ্যারোর একটি বাড়িতে অগ্নিকাণ্ডে আটজন মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত জানতে পারেনি পুলিশ।
তিনি বলেন, ওই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য বসবাস করতেন। তবে ওই বাড়িতে যারা বসবাস করছিলেন তারা মৃত আটজনের মধ্যে আছেন কিনা তাও জানা যায়নি।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে যে পরিকল্পনা করে এটি কেউ ঘটিয়েছে কিনা। তবে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে জানিয়েছে পুলিশ। সূত্র : রয়টার্স
বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: