বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমিকের ওপর অভিমান করে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি সালথা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে মোবাইল ফোনে প্রেমিকের সঙ্গে ঝগড়া করে মীম ঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি। তবে প্রেমিকের নাম ও ঠিকানা জানাতে পারেনি কেউ।
নিহত মীম (১৭) উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের দিনমজুর আফছার মাতুব্বরের মেয়ে।
মীমের বাবা আফছার মাতুব্বর বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমি ও আমার স্ত্রী বাড়ির পাশে একটি মিলাদে যাই। ওই সময় একটা ছেলে আমাকে ফোন করে বলে, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। বাড়ি গিয়ে আপনার মেয়ের কী অবস্থা তা দেখেন। আমি স্ত্রীকে নিয়ে দ্রুত বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখি আমার মেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে। এরপর থেকে ওই ছেলের ফোন বন্ধ। আমাদের ধারণা, ঘটনার আগে মোবাইল ফোনে ওই ছেলের সঙ্গে মীমের ঝগড়া হয়। পরে অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয়। আমি ওই ছেলের বিচার চাই।’
গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু বলেন, ‘আমি স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তাতে সম্ভবত মেয়েটা তার প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মীমের বাবা-মা একটি মিলাদে যান। বাড়িতে মীম একা ছিল। মীমের সঙ্গে একটা ছেলের সম্পর্ক রয়েছে। প্রেমঘটিত বিষয় নিয়েই সে ঘরে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২২/এএইচএ