বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ৩৬ বয়সি এই ক্রিকেটার নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন!
শোনা যাচ্ছে, বাইশ গজের মাঠে ছক্কা হাঁকানো এই খেলোয়াড় নাকি বলিউডে অভিষেক হচ্ছে।
বলিউড তারকা হুমা কোরেশির সঙ্গে সতরাম রমানির পরিচালনায় ‘ডাবল এক্সএল’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যাবে। আগামী মাসের ৪ তারিখ সিনেমাটি মুক্তি পেতে চলেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
ক্রিকেটার ধাওয়ান তার সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই রিলস শেয়ার করেন। সেই প্রেক্ষাপটেই ধাওয়ান বলেছেন অভিনয়টা তার স্বভাবজাত। সংবাদমাধ্যমে ধাওয়ান আরও বলেছেন, ‘শুটিংয়ে তিনি দারুণ মজা করেছেন। তাকে নাচ শেখানো হলে সেটা দ্রুত শিখে ফেলেন এবং সঠিকভাবে সেটা করার চেষ্টা করেন।
তিনি দর্শকের উদ্দেশে জানান, এই সিনেমাটির মাধ্যমে সমাজকে একটি দারুণ বার্তা দেয়া হয়েছে। মানুষের চেহারা নিয়ে সমাজে নানান বদ্ধমূল ধারণা রয়েছে, সেটা এই সিনেমা ভাঙার চেষ্টা করবে। একটা পজিটিভ মেসেজ পৌঁছে দেবে ‘ডাবল এক্সএল’। তাই এ সিনেমার অফার যখন তার কাছে এসেছিল, তিনি দারুণ খুশি হয়েছিলেন বলেই জানান।
সিনেমার জন্য প্রতিদিন ৮-৯ ঘণ্টা শুটিং করতেন এই ক্রিকেটার। সিনেমায় কাজ করতে তার কোনো অসুবিধা হয়নি। পরিচালক ও তার সহ-অভিনেত্রী হুমা কোরেশী তাকে ভীষণ সাহায্য করেছেন।
ভবিষ্যতে অভিনয়ের ব্যাপারে ধাওয়ান জানান, যদি তিনি অফার পান এবং তার সময় থাকে, তাহলে তিনি নিশ্চয় সিনেমায় কাজ করবেন। যদিও সবটাই তার শিডিউলের ওপর নির্ভর করবে।
বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২২/এএইচএ