ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় রাস্তার পাশ থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • 86

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া গজনবীপুর নামের স্থানে রাস্তার পাশ থেকে বাবা-ছেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে কোন দ্রুতগামী যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মৃতদেহ দুটির পাশে একটি মোটরসাইকেল পাওয়া যায়।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামের শাহজাহান আলী (৬৫) এবং শামীম হোসেন (২৫)। নিহত শাজাহান উজানগ্রাম ভূমি অফিসের সহকারী ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ির দিকে ফিরছিলেন তারা। পথে কোনো এক যানবাহন তাদের ধাক্কা দিয়ে চলে গেছে। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়ায় দুর্ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত জানা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুষ্টিয়ায় রাস্তার পাশ থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

পোস্ট হয়েছে : ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া গজনবীপুর নামের স্থানে রাস্তার পাশ থেকে বাবা-ছেলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে কোন দ্রুতগামী যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মৃতদেহ দুটির পাশে একটি মোটরসাইকেল পাওয়া যায়।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামের শাহজাহান আলী (৬৫) এবং শামীম হোসেন (২৫)। নিহত শাজাহান উজানগ্রাম ভূমি অফিসের সহকারী ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ির দিকে ফিরছিলেন তারা। পথে কোনো এক যানবাহন তাদের ধাক্কা দিয়ে চলে গেছে। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়ায় দুর্ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত জানা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: