আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছর ভারতের কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বাছাই করা সাংবাদিক ও সম্পাদকদের জন্য মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই দীপাবলীর উপহার পাঠিয়েছেন।
উপহার হিসেবে ছিল নগদ এক লাখ থেকে আড়াই লাখ টাকার নোটের বান্ডিল। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই এক জন অফিসার নির্দিষ্ট সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে পাঠিয়ে দেন সেই উপহার ।
তবে একাধিক সাংবাদিক সেই উপহার ফিরিয়ে দিয়েছেন। লিখিতভাবে জানিয়েও দিয়েছেন— মুখ্যমন্ত্রীর এই ‘উপহার’ গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়।
উপহারের নামে সাংবাদিকদের উৎকোচ দেওয়ার নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা। কংগ্রেসের কেন্দ্রীয় নেতা ও প্রাক্তন সাংবাদিক জয়রাম রমেশ টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগের একটি ঘোষণাকে একটু বদলে মন্তব্য করেছেন, ‘না খাউঙ্গা অউর না খানে দুঙ্গা। পার জরুর খিলাউঙ্গা।’
একটি সংবাদপত্রের রাজনৈতিক সম্পাদক অনসুয়া রবি সুদ বোম্মাইয়ের ছবি দিয়ে টুইটে লিখেছেন— ‘দেওয়ালির উপহার হিসেবে কী ভাবা যায়? মিষ্টির বাক্স বা বড় জোর শুকনো ফলের সমাহার। কর্নাটকের মুখ্যমন্ত্রীর দফতর থেকে সাংবাদিকদের জন্য উপহার বিলি করা হচ্ছে লাখ টাকার বান্ডিল।’
কাদের এই উপহারের নামে উৎকোচ দেওয়া হয়েছে, তার কোনো তালিকা প্রকাশ করা হয়নি। ফলে কত জন এই উপহার নিয়েছেন, তাদের বান্ডিলে কত টাকা ছিল, তা জানা যায়নি। কারণ বোম্মাইয়ের দফতর থেকে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে এই উপহার বিলি করা হয়েছে।
বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২২/এএইচএ