বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের উন্নয়নকে নষ্ট করতে যত অপশক্তিই আসুক না কেন পুলিশ তা প্রতিহত করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কমিউনিটি পুলিশিং একটি সাংগঠনিক দর্শন ও ব্যবস্থাপনা; যা জনগণকে সম্পৃক্ত করে। জনগণ, সরকার ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে এই কার্যক্রম অপরাধ দমন ও সমস্যা সমাধানকল্পে অপরাধের কারণ দূরীকরণ, অপরাধ প্রবণতা হ্রাস ও সমাজের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। এর মূলমন্ত্র হচ্ছে ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র’।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে প্রাণ দিয়েছিল পুলিশরা। এতে প্রমাণিত হয় দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে পুলিশ। কমিউনিটিং পুলিশিংয়ে জনগণের সম্পৃক্তা বেড়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে রোল মডেলে পরিণত করেছেন। জনতা-পুলিশ একসঙ্গে সরকারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
এর আগে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতি ও গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল হাসান, সাবেক অধ্যক শরিফুল ইসলাম খানসহ পুলিশের অন্যান্যা কর্মকর্তা, সদস্য ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।
বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২২/এএইচএ