বিজনেস আওয়ার প্রতিবেদক: বাগেরহাটের মোল্লাহাটে তিন বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে বাবা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মো. হায়দার মোল্লার (৩০) ও তার ছেলে জিসানের (৩) মরদেহ উদ্ধার করে পুলিশ।
হায়দার বড়গাওলা গ্রামের সোলেমান মোল্লার ছেলে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
স্থানীয় সূত্রে জানা যায়, হায়দার মোল্যা গত দুই মাস ধরে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। হায়দার মোল্যার সঙ্গে তার স্ত্রী জোবাইরা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে ছয়-সাত মাস ধরে তিনি বাবাবাড়ি অবস্থান করেন। হায়দারের ছেলে জিসান দাদির সঙ্গে বাড়িতে থাকতো।
বৃহস্পতিবার রাতে হায়দার ঢাকা থেকে বাড়ি আসেন। শুক্রবার সন্ধ্যায় হায়দারের ঘরের দরজা ভেতর থেকে দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। ডাকাডাকির একপর্যায়ে কারও সাড়াশব্দ না পেলে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় হায়দার এবং খাটে তার ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, ছেলে জিসানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর হায়দার ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, আমরা ওই ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেছি। মৃতদেহের সুরতহাল রিপোর্ট করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছে ছেলেকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২২/এএইচএ