ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বড় পর্দার ডন ফের ছোটপর্দায়

  • পোস্ট হয়েছে : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
  • 45

বিনোদন ডেস্ক: সিনেমার পাশাপাশি মাঝেমধ্যে নাটকেও কাজ করেন জনপ্রিয় অভিনেতা ডন। সম্প্রতি ‘বউ ভক্তি’ শিরোনামের একটি নাটকে কাজ করলেন। নাটকে চোরের চরিত্রে দেখা যাবে ডনকে।

নাটকটির গল্পে দেখা যায় বাকেরের পিতা একজন চোর। বাকেরের বউ তাকে চোরের ছেলে বলে সংসার করতে চায় না। তাই বাকের বউকে বশে রাখতে সবসময় তাকে শ্রদ্ধা-ভক্তি করেন। প্রতিনিয়ত বউয়ের পক্ষ নিয়ে বাবার সঙ্গে বাক বিতণ্ডা করেন। বাপ বেটার মধ্যে ঘটতে থাকে নানা হাস্যকর ঘটনা।

এদিকে বাকেরের শ্বশুর এসে বাকেরকে বুদ্ধি দেয় তার চোর বাপের কাছ থেকে বাড়ি-ভিটা লিখে নিয়ে তাকে যেন বের করে দেয়। বাকেরের বউও এতে সম্মতি জ্ঞাপন করে। এটা না করলে সে বাকেরের সংসার করবে না বলে ঘোষণাও দেয়।

বাধ্য হয়ে বউকে হারানোর ভয়ে বাকের বাবার কাছ থেকে কৌশলে বাড়ি লিখে নেয়। বাবাকে সে বাড়ি থেকে বেরও করে দিতে চায় অপমান করে। তখন বাকেরের বাবা প্রকাশ করেন তার না বলা কিছু কথা। বাবার চোর হওয়ার কাহিনী শুনে লজ্জিত হয় বাকের। গল্প মোড় নেয় আবেগী সমাপ্তিতে।

নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক এবং পরিচালনা করেছেন সোহাগ কাজী। এতে আরও অভিনয় করেছেন সাইফ খান, অলিউল হক রুমি, মানসী, আমিন আজাদসহ অনেকেই। খুব শিগগিরই নাটকটি নাগরিক টিভিতে প্রচার হবে।

বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বড় পর্দার ডন ফের ছোটপর্দায়

পোস্ট হয়েছে : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০

বিনোদন ডেস্ক: সিনেমার পাশাপাশি মাঝেমধ্যে নাটকেও কাজ করেন জনপ্রিয় অভিনেতা ডন। সম্প্রতি ‘বউ ভক্তি’ শিরোনামের একটি নাটকে কাজ করলেন। নাটকে চোরের চরিত্রে দেখা যাবে ডনকে।

নাটকটির গল্পে দেখা যায় বাকেরের পিতা একজন চোর। বাকেরের বউ তাকে চোরের ছেলে বলে সংসার করতে চায় না। তাই বাকের বউকে বশে রাখতে সবসময় তাকে শ্রদ্ধা-ভক্তি করেন। প্রতিনিয়ত বউয়ের পক্ষ নিয়ে বাবার সঙ্গে বাক বিতণ্ডা করেন। বাপ বেটার মধ্যে ঘটতে থাকে নানা হাস্যকর ঘটনা।

এদিকে বাকেরের শ্বশুর এসে বাকেরকে বুদ্ধি দেয় তার চোর বাপের কাছ থেকে বাড়ি-ভিটা লিখে নিয়ে তাকে যেন বের করে দেয়। বাকেরের বউও এতে সম্মতি জ্ঞাপন করে। এটা না করলে সে বাকেরের সংসার করবে না বলে ঘোষণাও দেয়।

বাধ্য হয়ে বউকে হারানোর ভয়ে বাকের বাবার কাছ থেকে কৌশলে বাড়ি লিখে নেয়। বাবাকে সে বাড়ি থেকে বেরও করে দিতে চায় অপমান করে। তখন বাকেরের বাবা প্রকাশ করেন তার না বলা কিছু কথা। বাবার চোর হওয়ার কাহিনী শুনে লজ্জিত হয় বাকের। গল্প মোড় নেয় আবেগী সমাপ্তিতে।

নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক এবং পরিচালনা করেছেন সোহাগ কাজী। এতে আরও অভিনয় করেছেন সাইফ খান, অলিউল হক রুমি, মানসী, আমিন আজাদসহ অনেকেই। খুব শিগগিরই নাটকটি নাগরিক টিভিতে প্রচার হবে।

বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: