বিজনেস আওয়ার প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে গরু চুরির অভিযোগে এলাকাসীর গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাউদকান্দির দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জায়েদ আলীর ছেলে মো. মুছা (৩০) ও বরিশাল সদরের পাথৈরপাড়া মধুদিয়ার জালাল মিয়ার ছেলে মো. জুয়েল (২৭)। আহত যুবক হলেন- পিরোজপুরের মঠবাড়িয়ার বন্দরপাড়ার আবদুল লতিফের ছেলে মো. মনসুর (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া।
ওসি আলমগীর ভূইয়া জানান, ওই গ্রামের বাসিন্দা কৃষক জালাল মিয়ার বাড়ি থেকে মধ্যরাতে এক দল চোর দুটি গরু চুরি করে। চোরদের উপস্থিতি টের পেয়ে জালাল মিয়ার স্ত্রী আছমা আক্তার চেঁচামেচি শুরু করেন। তবে ততক্ষণে গরু নিয়ে চোরের দলটি পালিয়ে যায়। আছমা আক্তারের চিৎকার শুনে দক্ষিণ মোহাম্মদপুরসহ পিপিয়াকান্দি, চিনামুড়া, ডেক্রিখোলা, সুরেরবাগ ও চক্রতলা গ্রামের লোকজন ছুটে আসেন।
পরে স্থানীয় জালাল মিয়ার বাড়ির পাশের একটি মাঠ থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করেন স্থানীয় লোকজন। এ সময় ওই মাঠের পাশে ধানক্ষেতে লুকিয়ে থাকা মুছা, জুয়েল ও মনসুরকে আটক করে স্থানীয় লোকজন পিটুনি দেন। তারা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আহত এক যুবককে দাউদকান্দি মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২২/এএইচএ