ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ মৃত্যু

  • পোস্ট হয়েছে : ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • 49

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব পালন করতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০০ নারী-পুরুষ।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে দেশটির রাজধানী সিউলের ইটাওয়ান এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিতদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শোক জানিয়েছেন বিশ্বনেতারা। খবর রয়টার্সের।

হ্যালোইন পার্টিতে এক লাখেরও বেশি মানুষ জড়ো হন। অনুষ্ঠানে এক তারকা উপস্থিত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় হুড়োহুড়ি। সরু রাস্তায় অতিরিক্ত ভিড়ে চাপা পড়েন অনেকে। পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান অনেকে।

খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হতাহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পদদলিত হওয়ার পর হৃদরোগ আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিউলের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান, চোই সেওং -বিওম সংবাদ সংস্থা এপিকে জানান, জরুরি কাজে নিয়োজিত কর্মীরা এখনো আহতদের হাসপাতালে নিতে ব্যস্ত সময় পার করছেন; তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের মতে, বেশকিছু কার্ডিয়াক অ্যারেস্ট রোগী রয়েছেন, যাদের মধ্যে কয়েক ডজন মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শতাধিক ব্যক্তি এখনও ইথেওয়ান হ্যামিল্টন হোটেলের পাশের একটি গলিতে পড়ে আছেন।

এ ছাড়াও প্যারামেডিক যাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল তারা সিপিআর করার চেষ্টা করছেন। কিছু রোগীকে নিকটবর্তী সুনচুনহ্যাং বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ মৃত্যু

পোস্ট হয়েছে : ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব পালন করতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০০ নারী-পুরুষ।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে দেশটির রাজধানী সিউলের ইটাওয়ান এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিতদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শোক জানিয়েছেন বিশ্বনেতারা। খবর রয়টার্সের।

হ্যালোইন পার্টিতে এক লাখেরও বেশি মানুষ জড়ো হন। অনুষ্ঠানে এক তারকা উপস্থিত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় হুড়োহুড়ি। সরু রাস্তায় অতিরিক্ত ভিড়ে চাপা পড়েন অনেকে। পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান অনেকে।

খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হতাহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পদদলিত হওয়ার পর হৃদরোগ আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিউলের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান, চোই সেওং -বিওম সংবাদ সংস্থা এপিকে জানান, জরুরি কাজে নিয়োজিত কর্মীরা এখনো আহতদের হাসপাতালে নিতে ব্যস্ত সময় পার করছেন; তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের মতে, বেশকিছু কার্ডিয়াক অ্যারেস্ট রোগী রয়েছেন, যাদের মধ্যে কয়েক ডজন মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শতাধিক ব্যক্তি এখনও ইথেওয়ান হ্যামিল্টন হোটেলের পাশের একটি গলিতে পড়ে আছেন।

এ ছাড়াও প্যারামেডিক যাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল তারা সিপিআর করার চেষ্টা করছেন। কিছু রোগীকে নিকটবর্তী সুনচুনহ্যাং বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: