ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আজ রাতে ‘রক্তস্নাত আগস্ট’

  • পোস্ট হয়েছে : ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
  • 41

বিনোদন ডেস্ক: আজ ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুসহ শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। দিবসটি উপলক্ষে ‘রক্তস্নাত আগস্ট’ শিরোনামে একক নাটক নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস।

সহিদ রাহমানের রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—তারিক আনাম খান, রুনা খান, অপর্ণা ঘোষ, মাসুম বাশার প্রমুখ। জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত এ নাটক আজ ১৫ আগস্ট রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে

নাটকটি প্রসঙ্গে নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, আবিদ আজাদ ও রায়হান ভালো বন্ধু। আবিদ আজাদ পেশায় সাংবাদিক, তাঁর নিজের একটি পত্রিকা আছে। অন্যদিকে রায়হান সরকারি চাকরিজীবী। স্ত্রী আর এক কন্যাকে নিয়ে আবিদ আজাদের সংসার। আবিদ আজাদ মুক্তিযোদ্ধা, তিনি বঙ্গবন্ধুর হত্যা মেনে নিতে পারেন না। তাই তিনি প্রতিবাদ করতে চান।

কিন্তু বঙ্গবন্ধুর হত্যার সময়ের শাসকেরা তাঁর কণ্ঠ রোধ করতে চায়। আবিদের ওপর অমানুষিক অত্যাচার চালায়। পঙ্গু করে দেয় তাঁকে। কিন্তু কোনো কিছুই আটকাতে পারে না তাঁর চিন্তাকে, আটকাতে পারে না তাঁর স্বপ্নকেও। আবিদ স্বপ্ন দেখেন, একদিন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হবে, সেই বিচার এই জাতি দেখবে।

বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আজ রাতে ‘রক্তস্নাত আগস্ট’

পোস্ট হয়েছে : ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০

বিনোদন ডেস্ক: আজ ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুসহ শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। দিবসটি উপলক্ষে ‘রক্তস্নাত আগস্ট’ শিরোনামে একক নাটক নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস।

সহিদ রাহমানের রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—তারিক আনাম খান, রুনা খান, অপর্ণা ঘোষ, মাসুম বাশার প্রমুখ। জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত এ নাটক আজ ১৫ আগস্ট রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে

নাটকটি প্রসঙ্গে নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, আবিদ আজাদ ও রায়হান ভালো বন্ধু। আবিদ আজাদ পেশায় সাংবাদিক, তাঁর নিজের একটি পত্রিকা আছে। অন্যদিকে রায়হান সরকারি চাকরিজীবী। স্ত্রী আর এক কন্যাকে নিয়ে আবিদ আজাদের সংসার। আবিদ আজাদ মুক্তিযোদ্ধা, তিনি বঙ্গবন্ধুর হত্যা মেনে নিতে পারেন না। তাই তিনি প্রতিবাদ করতে চান।

কিন্তু বঙ্গবন্ধুর হত্যার সময়ের শাসকেরা তাঁর কণ্ঠ রোধ করতে চায়। আবিদের ওপর অমানুষিক অত্যাচার চালায়। পঙ্গু করে দেয় তাঁকে। কিন্তু কোনো কিছুই আটকাতে পারে না তাঁর চিন্তাকে, আটকাতে পারে না তাঁর স্বপ্নকেও। আবিদ স্বপ্ন দেখেন, একদিন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হবে, সেই বিচার এই জাতি দেখবে।

বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: