ঢাকা , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যে কারনে লোকসানে শাশাঁ ডেনিমস

  • পোস্ট হয়েছে : ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • 30

বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকার মেয়াদ নবায়ন না করায় শাশাঁ ডেনিমসের সাবসিডিয়ারি পাওয়ার কোম্পানি এনার্জিস পাওয়ার কর্পোরেশন লিমিটেড (ইপিসিএল) এর বাণিজ্যিক কার্যক্রম বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। তবে ওই কোম্পানির স্থায়ী সম্পদের অবচয়জনিত এবং গৃহিত ঋণের সুদজনিত ব্যয় থেমে নেই। তারপরেও শাশা ডেনিমস কর্তৃপক্ষ পূণ:রায় সাবসিডিয়ারি কোম্পানিটি চালু নিয়ে আশায় ছিল। কিন্তু তাতেও কোন ফল না আসায়, অবশেষে কোম্পানিটিতে শাশাঁ ডেনিমসের মালিকানা কমিয়ে আনার জন্য স্থায়ী সম্পদ ও মজুদ পণ্যের বাজার দর নির্ণয় বা পূণ:মূল্যায়ন করেছে। এতে হিসাব বহির থেকে বাজার দর কম হওয়ায় এবং তা হিসাবে চার্জ করায় সমন্বিতভাবে শাশাঁ ডেনিমস লোকসানে নেমেছে। যে নেতিবাচক প্রভাব আগামিতে আর থাকবে না।

২০১৯ সাল থেকে বন্ধ রয়েছে শাশাঁ ডেনিমসের সাবসিডিয়ারি ইপিসিএলের বাণিজ্যিক কার্যক্রম। সম্প্রতি কোম্পানিটিতে শাশাঁ ডেনিমসের মালিকানা ৮০% থেকে কমিয়ে ২৫-৩০%-এ নামিয়ে আনার লক্ষ্যে সম্পদ পূণ:মূল্যায়ন করা হয়েছে। এক্ষেত্রে বাজার দর হিসাব বহির থেকে ১২২ কোটি ৫৯ লাখ টাকা কম হয়েছে। যা শাশাঁ ডেনিমসের ২০২১-২২ অর্থবছরের সমন্বিত আর্থিক হিসাবে লোকসান হিসেবে দেখানো হয়েছে। যাতে কোম্পানিটি সমন্বিতভাবে লোকসানে নেমেছে।

কয়েক বছর ধরেই সরকার ইপিসিএলের মেয়াদ নবায়ন না করায় কোম্পানিটি শাশাঁ ডেনিমসের বোঝা হয়ে ছিল। ওই নবায়নের অনুমোদন না পাওয়ায় শাশাঁ ডেনিমসের মুনাফায় বড় নেতিবাচক প্রভাব রাখত ইপিসিএলের অবচয় ও সুদজনিত ব্যয়। তবে সেই ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে শাশাঁ ডেনিমস কর্তৃপক্ষ। এলক্ষ্যে ইপিসিএলে শাশাঁ ডেনিমসের মালিকানা ২৫-৩০%-এ নামিয়ে আনা হবে। যাতে আগামিতে এককভাবে মুনাফা করা শাশাঁ ডেনিমসের হিসাবে ইপিসিএলের লোকসানের প্রভাব কমে আসবে।

জানা গেছে, শাশাঁ ডেনিমসের ২০২১-২২ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ৫.৭৫ টাকা করে প্রায় ৮১ কোটি ১০ লাখ টাকা লোকসান হয়েছে । অথচ আগের বছর কোম্পানিটির মুনাফা হয়েছিল ১৪ কোটি ৩২ লাখ টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির এই লোকসানের পেছনে সাবসিডিয়ারির সম্পদ পূণ:মূল্যায়নে ১২২ কোটি ৫৯ লাখ টাকার বাজার দর কম হওয়া কারন হিসেবে রয়েছে।

এই সমস্যা কাটিয়ে উঠতে এরইমধ্যে উদ্যোগ নিয়েছে শাশাঁ ডেনিমস কর্তৃপক্ষ। এ বিষয়ে কোম্পানি সচিব আসলাম আহমেদ খান বিজনেস আওয়ারকে বলেন, সাবসিডিয়ারি ইপিসিএলে শাশাঁ ডেনিমসের মালিকানা ৮০%। ফলে বন্ধ ওই কোম্পানির অবচয় ও সুদজনিত ব্যয় শাশাঁ ডেনিমসের উপরে প্রভাব ফেলে। এই অবস্থায় সাবসিডিয়ারি কোম্পানিটিতে শাশাঁ ডেনিমসের মালিকানা কমিয়ে ২৫-৩০% এ নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যে কারনে লোকসানে শাশাঁ ডেনিমস

পোস্ট হয়েছে : ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকার মেয়াদ নবায়ন না করায় শাশাঁ ডেনিমসের সাবসিডিয়ারি পাওয়ার কোম্পানি এনার্জিস পাওয়ার কর্পোরেশন লিমিটেড (ইপিসিএল) এর বাণিজ্যিক কার্যক্রম বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। তবে ওই কোম্পানির স্থায়ী সম্পদের অবচয়জনিত এবং গৃহিত ঋণের সুদজনিত ব্যয় থেমে নেই। তারপরেও শাশা ডেনিমস কর্তৃপক্ষ পূণ:রায় সাবসিডিয়ারি কোম্পানিটি চালু নিয়ে আশায় ছিল। কিন্তু তাতেও কোন ফল না আসায়, অবশেষে কোম্পানিটিতে শাশাঁ ডেনিমসের মালিকানা কমিয়ে আনার জন্য স্থায়ী সম্পদ ও মজুদ পণ্যের বাজার দর নির্ণয় বা পূণ:মূল্যায়ন করেছে। এতে হিসাব বহির থেকে বাজার দর কম হওয়ায় এবং তা হিসাবে চার্জ করায় সমন্বিতভাবে শাশাঁ ডেনিমস লোকসানে নেমেছে। যে নেতিবাচক প্রভাব আগামিতে আর থাকবে না।

২০১৯ সাল থেকে বন্ধ রয়েছে শাশাঁ ডেনিমসের সাবসিডিয়ারি ইপিসিএলের বাণিজ্যিক কার্যক্রম। সম্প্রতি কোম্পানিটিতে শাশাঁ ডেনিমসের মালিকানা ৮০% থেকে কমিয়ে ২৫-৩০%-এ নামিয়ে আনার লক্ষ্যে সম্পদ পূণ:মূল্যায়ন করা হয়েছে। এক্ষেত্রে বাজার দর হিসাব বহির থেকে ১২২ কোটি ৫৯ লাখ টাকা কম হয়েছে। যা শাশাঁ ডেনিমসের ২০২১-২২ অর্থবছরের সমন্বিত আর্থিক হিসাবে লোকসান হিসেবে দেখানো হয়েছে। যাতে কোম্পানিটি সমন্বিতভাবে লোকসানে নেমেছে।

কয়েক বছর ধরেই সরকার ইপিসিএলের মেয়াদ নবায়ন না করায় কোম্পানিটি শাশাঁ ডেনিমসের বোঝা হয়ে ছিল। ওই নবায়নের অনুমোদন না পাওয়ায় শাশাঁ ডেনিমসের মুনাফায় বড় নেতিবাচক প্রভাব রাখত ইপিসিএলের অবচয় ও সুদজনিত ব্যয়। তবে সেই ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে শাশাঁ ডেনিমস কর্তৃপক্ষ। এলক্ষ্যে ইপিসিএলে শাশাঁ ডেনিমসের মালিকানা ২৫-৩০%-এ নামিয়ে আনা হবে। যাতে আগামিতে এককভাবে মুনাফা করা শাশাঁ ডেনিমসের হিসাবে ইপিসিএলের লোকসানের প্রভাব কমে আসবে।

জানা গেছে, শাশাঁ ডেনিমসের ২০২১-২২ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ৫.৭৫ টাকা করে প্রায় ৮১ কোটি ১০ লাখ টাকা লোকসান হয়েছে । অথচ আগের বছর কোম্পানিটির মুনাফা হয়েছিল ১৪ কোটি ৩২ লাখ টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির এই লোকসানের পেছনে সাবসিডিয়ারির সম্পদ পূণ:মূল্যায়নে ১২২ কোটি ৫৯ লাখ টাকার বাজার দর কম হওয়া কারন হিসেবে রয়েছে।

এই সমস্যা কাটিয়ে উঠতে এরইমধ্যে উদ্যোগ নিয়েছে শাশাঁ ডেনিমস কর্তৃপক্ষ। এ বিষয়ে কোম্পানি সচিব আসলাম আহমেদ খান বিজনেস আওয়ারকে বলেন, সাবসিডিয়ারি ইপিসিএলে শাশাঁ ডেনিমসের মালিকানা ৮০%। ফলে বন্ধ ওই কোম্পানির অবচয় ও সুদজনিত ব্যয় শাশাঁ ডেনিমসের উপরে প্রভাব ফেলে। এই অবস্থায় সাবসিডিয়ারি কোম্পানিটিতে শাশাঁ ডেনিমসের মালিকানা কমিয়ে ২৫-৩০% এ নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: