বিনোদন ডেস্ক: দেশ ও জনগণের স্বার্থের কাছে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মহা মানবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হয় শোক দিবস। এ দিবসকে কেন্দ্র করে প্রকাশ হয় নানারকম গান, কবিতা ও নাটক।
সেই ধারাবাহিকতায় ‘বঙ্গবন্ধু আর বাংলাদেশ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু।রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতও করেছেন তিনি। চমৎকার একটি ভিডিওসহ গানটি প্রকাশ হয়েছে আরটিভি মিউজিক নামক ইউটিউব চ্যানেলে। ভিডিওটি পরিচালনা করেছেন মাসুদুজ্জামান সোহাগ।
গানটি প্রসঙ্গে ইবরার টিপু বলেন, আমরা ধন্য যে বঙ্গবন্ধুর মতো মহান নেতার দেশে জন্মেছি। সেই মহামানবের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের সামান্য আয়োজন এই গানটি। যদি শ্রোতারা এটি শুনে তৃপ্তি পান, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখান তাহলেই সব প্রচেষ্টা স্বার্থক হবে।
গানটির গীতিকবি রবিউল ইসলাম জীবন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মতো একজন নেতা বিশ্ব খুব বেশি পায় না। তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থেকেই কিছু কথা লিখেছি। ইবরার টিপু শ্রুতিমধুর সুরে সেটি কণ্ঠে ধারণ করেছেন। কয়েক ঘণ্টা আগে গানটি প্রকাশ হয়েছে। খুব ভালো সাড়া পাচ্ছি।
বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এ