ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলের ছাদ থেকে রড পড়ে শিক্ষার্থীর মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • 82

বিজনেস আওয়ার প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে রড পড়ে উষা মনি (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উষা মনি (৮) শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসেন। এরমধ্যে উষা মনি (৮) পানি নিতে ক্লাস রুম থেকে বাইরে বের হয়। এসময় নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদ থেকে একটি রড তার মাথায় পড়ে। পরে শিক্ষক ও এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মির্জা রিয়াদ হাসান জানান, মাথায় আঘাতের কারণ হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহ আলম, রবিন মিয়া অভিযোগ করে বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্কুলের ছাদ থেকে রড পড়ে শিক্ষার্থীর মৃত্যু

পোস্ট হয়েছে : ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে রড পড়ে উষা মনি (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উষা মনি (৮) শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসেন। এরমধ্যে উষা মনি (৮) পানি নিতে ক্লাস রুম থেকে বাইরে বের হয়। এসময় নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদ থেকে একটি রড তার মাথায় পড়ে। পরে শিক্ষক ও এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মির্জা রিয়াদ হাসান জানান, মাথায় আঘাতের কারণ হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহ আলম, রবিন মিয়া অভিযোগ করে বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনাটি শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: