ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল থেকে ফেরার পথে বখাটেদের ছুরিকাঘাতে ছাত্রী আহত

  • পোস্ট হয়েছে : ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • 114

বিজনেস আওয়ার প্রতিবেদক: নোয়াখালী জেলা শহরের লক্ষীনারায়ণপুর এলাকায় আইসিএল স্কুলের সামনে বখাটেদের ছুরিকাঘাতের আহত হয়েছে জান্নাতি মায়মুনা নীহারিকা (১১) নামের এক স্কুলছাত্রী।

রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে এসে পিছন থেকে তার বাম হাতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় বখাটেরা।

নীহারিকা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। সে সদর উপজেলার জাহানাবাদ এলাকার রিয়াজ মাহমুদ ও রোমানা আক্তার দম্পতির মেয়ে।

প্রতিদিন স্কুল ছুটির পর মায়ের সঙ্গে প্রাইভেট পড়তে যেতো নীহারিকা। নীহারিকার বৃত্তি পরীক্ষার জন্য আজ মা ছবির কাজ করতে কম্পিউটার দোকানে যান। তাই নীহারিকা একা একা স্কুল থেকে প্রাইভেট পড়তে চলে যায়। আর এ সময়ই দুই বখাটে মোটরসাইকেলে এসে এ কাণ্ড ঘটায়। এ সময় নীহারিকার চিৎকারে প্রাইভেট শিক্ষক দৌড়ে আসে। মা-ও ছবির কাজ শেষে এসে দেখেন মেয়ে আহত। দ্রুত তাকে মা ও শিক্ষক হাসপাতলে নিয়ে আসেন।

নীহারিকার মা জানান, কে বা কারা, কি কারণে আমার মেয়েকে ছুরিকাঘাত করলো কিছুই জানিনা। কারও সাথে শত্রুতাও নেই। আমি ও আমার মেয়ে আতঙ্কের মধ্যে আছি।

প্রইিভেট শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, নীহারিকা আমার কাছে প্রাইভেট পড়তে আসার সময় দুইজন বখাটে মোটরসাইকেলে এসে তার হাতে জখম করে চলে যায়। তার চিৎকার শুনে আমি আসি। এমন সময় তার মা-ও ঘটনাস্থলে আসেন। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

আহত স্কুলছাত্রী নীহারিকা বলে, আমি কাউকেই চিনতে পারি নাই। তারা আমাকে আঘাত করে দ্রুত চলে যায়।

নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত জরুরি চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, মেয়েটির হাতে চারটি সেলাই দেয়া হয়েছে।

সুধারাম মডেল থানা ওসি অনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্কুল থেকে ফেরার পথে বখাটেদের ছুরিকাঘাতে ছাত্রী আহত

পোস্ট হয়েছে : ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নোয়াখালী জেলা শহরের লক্ষীনারায়ণপুর এলাকায় আইসিএল স্কুলের সামনে বখাটেদের ছুরিকাঘাতের আহত হয়েছে জান্নাতি মায়মুনা নীহারিকা (১১) নামের এক স্কুলছাত্রী।

রোববার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে এসে পিছন থেকে তার বাম হাতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় বখাটেরা।

নীহারিকা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। সে সদর উপজেলার জাহানাবাদ এলাকার রিয়াজ মাহমুদ ও রোমানা আক্তার দম্পতির মেয়ে।

প্রতিদিন স্কুল ছুটির পর মায়ের সঙ্গে প্রাইভেট পড়তে যেতো নীহারিকা। নীহারিকার বৃত্তি পরীক্ষার জন্য আজ মা ছবির কাজ করতে কম্পিউটার দোকানে যান। তাই নীহারিকা একা একা স্কুল থেকে প্রাইভেট পড়তে চলে যায়। আর এ সময়ই দুই বখাটে মোটরসাইকেলে এসে এ কাণ্ড ঘটায়। এ সময় নীহারিকার চিৎকারে প্রাইভেট শিক্ষক দৌড়ে আসে। মা-ও ছবির কাজ শেষে এসে দেখেন মেয়ে আহত। দ্রুত তাকে মা ও শিক্ষক হাসপাতলে নিয়ে আসেন।

নীহারিকার মা জানান, কে বা কারা, কি কারণে আমার মেয়েকে ছুরিকাঘাত করলো কিছুই জানিনা। কারও সাথে শত্রুতাও নেই। আমি ও আমার মেয়ে আতঙ্কের মধ্যে আছি।

প্রইিভেট শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, নীহারিকা আমার কাছে প্রাইভেট পড়তে আসার সময় দুইজন বখাটে মোটরসাইকেলে এসে তার হাতে জখম করে চলে যায়। তার চিৎকার শুনে আমি আসি। এমন সময় তার মা-ও ঘটনাস্থলে আসেন। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

আহত স্কুলছাত্রী নীহারিকা বলে, আমি কাউকেই চিনতে পারি নাই। তারা আমাকে আঘাত করে দ্রুত চলে যায়।

নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত জরুরি চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, মেয়েটির হাতে চারটি সেলাই দেয়া হয়েছে।

সুধারাম মডেল থানা ওসি অনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: