বিনোদন ডেস্ক: নানা আয়োজনের মধ্য দিয়ে এফডিসিতে পালন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। সকালেই চলচ্চিত্রের ১৯টি সংগঠনের ব্যানারে ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ১১টা থেকে এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে শুরু হয় ১৯ সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা। অনুষ্ঠানে ১৯ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। চলচ্চিত্রের স্বার্থে বয়কট হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগকেও ১৯ সংগঠনের মঞ্চে দেখা গেলো।
বাংলাদেশ ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনে (এফডিসি) চলচ্চিত্র পরিবারের আওতায় থাকা ১৯ সংগঠনের আয়োজিত শোক দিবসের আয়োজনের মঞ্চে হুট করে হাজির হলেন মিশা সওদাগর। এ সময় সবার সঙ্গে হাসিমুখে কথা বলেন তিনি। সবার সঙ্গে মঞ্চে গিয়ে বসেন তিনি। হাসিমুখে উপস্থিত সবার সঙ্গে কথা বলেন।
আলোচনা সভার ও মঞ্চে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান, নায়ক রিয়াজ, ওমর সানী, অনন্ত জলিল, সাইমন সাদিক, নায়িকা নূতন, রোজিনা, মৌসুমী, নিপুন ও অপু বিশ্বাস। প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সেক্রেটারি শামসুল আলম ও ১৯ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এ সময়ে মিশা সওদাগর বলেন, এখানে যারা আছি আমরা তো সবাই আমার ভাই। অনেকে আছে আমার ছেলের মতোও। এফডিসির সিনেমায় আমি অভিনয় করে মিশা সওগার হয়েছি। এই এফডিসি হচ্ছে বঙ্গবন্ধুর তৈরি। এখানে বঙ্গবন্ধুর শোক দিবসের আয়োজনে আমি থাকবো না এটা তো ভাবাই যায়না।
মিশা সওদাগর আরও বলেন, বঙ্গবন্ধুর এফডিসিতে আমরা সবাই একসঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করবো। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে আশা করি সেটা শিগগিরই সমাধা হয়ে যাবে।
বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/এ