বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৯ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৮৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৭ টাকা বা ৯ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৭৫ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৪ টাকা বা ৫ শতাংশ কমেছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৭১ টাকায়।
বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০২২/পিএস