বিজনেস আওয়ার প্রতিবেদক : কুমিল্লার চান্দিনা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ৪ জন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক হাবিবুর রহমান (২৭), চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার মেয়ে মুনতাহা (২), আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। ইস্টার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কন্যা শিশু ও সিএনজি চালক মারা গেছে।
বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০২২/কমা