ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন মামলার ১৯ আসামি গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • 89

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন মামলার ১৯ আসামিকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, উখিয়ার ক্যাম্প-১৪ ঘিরে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার ১৯ জনের মধ্যে ১২ জন ডাকাতি মামলার আসামি, অপর ৭ জন অন্যান্য মামলার আসামি।

এর আগে শনিবার (২৯ অক্টোবর) ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’ নামে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৪১ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করে এপিবিএন। পরে তাদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয় বলে জানিয়েছে এপিবিএনসংশ্লিষ্টরা।

গত ৫ মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশুসহ ২৫ জন খুন হয়েছে। চলতি অক্টোবর মাসে ২টি ডাবল মার্ডারসহ ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় এক শিশুসহ নয়জন নিহত হয়। নিহতের বেশির ভাগই রোহিঙ্গা কমিউনিটির নেতা ও স্বেচ্ছাসেবক।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন মামলার ১৯ আসামি গ্রেফতার

পোস্ট হয়েছে : ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন মামলার ১৯ আসামিকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, উখিয়ার ক্যাম্প-১৪ ঘিরে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার ১৯ জনের মধ্যে ১২ জন ডাকাতি মামলার আসামি, অপর ৭ জন অন্যান্য মামলার আসামি।

এর আগে শনিবার (২৯ অক্টোবর) ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’ নামে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৪১ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করে এপিবিএন। পরে তাদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয় বলে জানিয়েছে এপিবিএনসংশ্লিষ্টরা।

গত ৫ মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশুসহ ২৫ জন খুন হয়েছে। চলতি অক্টোবর মাসে ২টি ডাবল মার্ডারসহ ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় এক শিশুসহ নয়জন নিহত হয়। নিহতের বেশির ভাগই রোহিঙ্গা কমিউনিটির নেতা ও স্বেচ্ছাসেবক।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: