বিজনেস আওয়ার প্রতিবেদক : বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের সঙ্গে আগামিকাল (১৬ আগস্ট) আলোচনা ও মত বিনিময় সভা করবে ব্রোকারদের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এসোসিয়েশনের সেক্রেটারী মো. দিদারুল গনী বিজনেস আওয়ারকে এ তথ্য জানিয়েছেন।
ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়াল মাধ্যমে সভা অনুষ্ঠিত হবে।
কোভিড-১৯ এর চলমান পরিস্থিতিতে ব্রোকারেজ হাউজের সার্বিক অবস্থা এবং বানিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে উক্ত সভায় আলোচনা হতে পারে বলে দিদারুল গনী জানিয়েছেন।
বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২০/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: