1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
কক্ষের গোপন ক্যামেরা খুঁজে দেবে যে যন্ত্র
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

কক্ষের গোপন ক্যামেরা খুঁজে দেবে যে যন্ত্র

  • পোস্ট হয়েছে : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার ডেস্ক: দৃশ্যমানতা, বিদ্যুতের উৎস ও যোগাযোগের নেটওয়ার্ক। সে কারণে সুইচ বোর্ডের কাছাকাছি স্থান, বাতি লাগানোর ফাঁকা জায়গা, টেলিভিশন বা ডিভিডি যন্ত্র এ সবই গোপন ক্যামেরা রাখার প্রচলিত স্থান।

কাজের প্রয়োজনে কিংবা অবকাশযাপনে অনেককেই হোটেলে থাকতে হয়। তবে অনেক সময় হোটেল থেকে বাড়ি ফিরে দেখা যায় গোপন মুহূর্ত কিংবা অবকাশযাপনের দৃশ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। রুমের মধ্যে গোপন ক্যামেরা লাগানো থাকায় ব্যাপারটি অনেকে বুঝতে পারেন না।

আবার শপিং করতে গিয়ে ট্রায়াল রুমে গেলেন, দোকান থেকে পোশাক ট্রায়াল দিয়ে বাড়ি ফিরে দেখলেন আপনার ট্রায়াল রুমে পোশাক পরিবর্তন করার দৃশ্য ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

ট্রায়াল রুম কিংবা হোটেল রুম, বাথরুম কিংবা ড্রেসিং রুম গোপন ক্যামেরা রাখা এ যুগে এ নিয়ে দুশ্চিন্তা অমূলক কিছু নয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা।

এবার এই আতঙ্কের সমাধান এসেছে। তা হচ্ছে ‘অ্যান্টিস্পাই ক্যামেরা ফাইন্ডার’। গোপন ক্যামেরা খুঁজে দেবে এই যন্ত্র।

আকারে ছোট যন্ত্রটি সহজেই আশপাশে থাকা লুকানো ক্যামেরার অবস্থান শনাক্ত করতে পারে। ছয়টি ইনফ্রারেড এলইডি লাইটযুক্ত যন্ত্রটির আলো-অন্ধকার ঘরে লুকানো ক্যামেরার লেন্সের ওপর পড়লেই লাল রং দেখা যায়। ফলে সহজেই লুকানো ক্যামেরার অবস্থান জানা সম্ভব।

অ্যান্টিস্পাই ক্যামেরা ফাইন্ডারের ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। যে স্থানে গোপন ক্যামেরা খুঁজতে হবে, সে স্থানটি প্রথমে অন্ধকার করতে হবে। এরপর সাধারণ টর্চ বাতির আদলে রুমের চারপাশে আলো ফেলে ইনফ্রারেড স্ক‍্যান অপশন চালু করলেই লুকানো ক্যামেরার অবস্থান শনাক্ত করা যাবে। এর দাম ৯৯ ডলার।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ