ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশৃঙ্খলায় জড়িতদের প্রকাশ্যে বিচার করবে ইরান

  • পোস্ট হয়েছে : ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • 33

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ সোমবার জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানে যেসব বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক হাজার জনকে অভিযুক্ত করা হয়েছে। বিশৃঙ্খলার দায়ে এসব অভিযুক্তদের প্রকাশ্যে বিচার করা হবে।

বিচার বিভাগের প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানী তেহরানে নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত হন কুর্দিস তরুণী মাসা আমিনী। তার মৃত্যুর পর ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য।

ইরানের বড় বড় শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় সেটি সামাল দিতে হিমশিম খায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সাধারণ মানুষদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও নিহত হয়েছেন।

বিক্ষোভের সময় ইরানি নারীরা তাদের হিজাব পুড়িয়ে নিজেদের ক্ষোভ প্রদর্শন করেন। এরমধ্যে কয়েকজনকে গুলি করে বা নির্যাতন করে হত্যা করার অভিযোগও ওঠেছে ইরান সরকারের বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। সূত্র: আল আরাবিয়া

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশৃঙ্খলায় জড়িতদের প্রকাশ্যে বিচার করবে ইরান

পোস্ট হয়েছে : ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ সোমবার জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানে যেসব বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক হাজার জনকে অভিযুক্ত করা হয়েছে। বিশৃঙ্খলার দায়ে এসব অভিযুক্তদের প্রকাশ্যে বিচার করা হবে।

বিচার বিভাগের প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানী তেহরানে নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত হন কুর্দিস তরুণী মাসা আমিনী। তার মৃত্যুর পর ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য।

ইরানের বড় বড় শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় সেটি সামাল দিতে হিমশিম খায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সাধারণ মানুষদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও নিহত হয়েছেন।

বিক্ষোভের সময় ইরানি নারীরা তাদের হিজাব পুড়িয়ে নিজেদের ক্ষোভ প্রদর্শন করেন। এরমধ্যে কয়েকজনকে গুলি করে বা নির্যাতন করে হত্যা করার অভিযোগও ওঠেছে ইরান সরকারের বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। সূত্র: আল আরাবিয়া

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: