ঢাকা , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে লেনদেনে বিঘ্ন, সিটিওকে বাধ্যতামূলক ছুটি

  • পোস্ট হয়েছে : ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সম্প্রতি দুই দিন সঠিক সময়ে ও নিরবিচ্ছিন্নভাবে লেনদেন করতে না পারার দায়ে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৩ তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ৩০ অক্টোবর ও ২৪ অক্টোবর ডিএসইতে লেনদেন কার্যক্রমে সমস্যা হয়। এরমধ্যে ৩০ অক্টোবর লেনদেন নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টার পরিবর্তে ১১ টায় শুরু হয়। আর গত ২৪ অক্টোবর সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন। যা ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এরপরে আবারও লেনদেন শুরু হয় দুপুর ২টা ১০ মিনিটে। যা চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত।

লেনদেনে এই বিঘ্ন ঘটার জন্য ডিএসইর সিটিও মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একইসঙ্গে ডিএসইর পর্ষদকে অবিলম্বে সমস্যাগুলি সমাধান করার জন্য আইটি বিভাগকে দক্ষ মানবসম্পদ দিয়ে ঢেলে সাজানোসহ নতুন মানবসম্পদ নিয়োগ এর মাধ্যমে যুগোপযোগী আইটি কার্যক্রম গড়ে তুলতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছে বিএসইসি।

বিএসইসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিএসইর এক পরিচালক বিজনেস আওয়ারকে বলেন, বিএসইসির বর্তমান কমিশন যদি ১০টি ভালো কাজ করে থাকে, তারমধ‍্যে ডিএসইর সিটিওকে আজ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত একটি। ডিএসইতে গত দুইদিনের লেনদেনে বিঘ্ন ঘটার জন‍্য জিয়াউল করিমের নেতৃত্বাধীন আইটি টিম দায়ী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, বিভিন্ন সময়ে ডিএসইর নিরবচ্ছিন্ন লেনদেন বাধাগ্রস্ত হয় এবং পূর্বেও বিভিন্ন কমিটি ডিএসইর আইটি কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাই পুঁজিবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন তদন্ত কমিটি গঠন করেছে।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডিএসইতে লেনদেনে বিঘ্ন, সিটিওকে বাধ্যতামূলক ছুটি

পোস্ট হয়েছে : ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সম্প্রতি দুই দিন সঠিক সময়ে ও নিরবিচ্ছিন্নভাবে লেনদেন করতে না পারার দায়ে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৩ তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ৩০ অক্টোবর ও ২৪ অক্টোবর ডিএসইতে লেনদেন কার্যক্রমে সমস্যা হয়। এরমধ্যে ৩০ অক্টোবর লেনদেন নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টার পরিবর্তে ১১ টায় শুরু হয়। আর গত ২৪ অক্টোবর সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন। যা ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এরপরে আবারও লেনদেন শুরু হয় দুপুর ২টা ১০ মিনিটে। যা চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত।

লেনদেনে এই বিঘ্ন ঘটার জন্য ডিএসইর সিটিও মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একইসঙ্গে ডিএসইর পর্ষদকে অবিলম্বে সমস্যাগুলি সমাধান করার জন্য আইটি বিভাগকে দক্ষ মানবসম্পদ দিয়ে ঢেলে সাজানোসহ নতুন মানবসম্পদ নিয়োগ এর মাধ্যমে যুগোপযোগী আইটি কার্যক্রম গড়ে তুলতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছে বিএসইসি।

বিএসইসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিএসইর এক পরিচালক বিজনেস আওয়ারকে বলেন, বিএসইসির বর্তমান কমিশন যদি ১০টি ভালো কাজ করে থাকে, তারমধ‍্যে ডিএসইর সিটিওকে আজ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত একটি। ডিএসইতে গত দুইদিনের লেনদেনে বিঘ্ন ঘটার জন‍্য জিয়াউল করিমের নেতৃত্বাধীন আইটি টিম দায়ী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, বিভিন্ন সময়ে ডিএসইর নিরবচ্ছিন্ন লেনদেন বাধাগ্রস্ত হয় এবং পূর্বেও বিভিন্ন কমিটি ডিএসইর আইটি কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাই পুঁজিবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন তদন্ত কমিটি গঠন করেছে।

বিজনেস আওয়ার/৩১ অক্টোবর, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: