আন্তর্জাতিক ডেস্ক: মানুষের শখের ভিন্নতা থাকতেই পারে, তাই বলে সদর দরজায় শখের বসে গোলিপি রঙ করে এখন জরিমানার মুখে স্কটল্যান্ডের এক নারী। শখ করে সদর দরজা গোলাপি রঙে রাঙিয়েছিলেন স্কটল্যান্ডের এডিনবার্গের মিরান্ডা ডিকসন। বাইরে থেকে বাড়িতে ফেরার পর এ সদর দরজা দেখলেই তার মন ভালো হয়ে যেত।
কিন্তু হয়তো বেশিদিন আর এ সুযোগ পাচ্ছেন না ৪৮ বছরের এ নারী। কারণ নগর কর্তৃপক্ষ দ্রুত তাকে দরজার রং পরিবর্তন করতে বলেছে। অন্যথায় তাকে জরিমানা গুনতে হবে ২৩ লাখ ৩৬ হাজার টাকা।
দুই সন্তানের মা মিরান্ডা উত্তরাধিকারসূত্রে ২০১৯ সালে বাড়িটি পেয়েছিলেন। পরে দুই বছর সময় নিয়ে তিনি এটি সংস্কার করেন। শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত নেন, সদর দরজা গোলাপি রঙে রাঙানোর। তিনি বলেন, যখন বাড়িতে ফিরে সদর দরজাটা দেখি, তখন মন ভালো হয়ে যায় আপনাআপনি।
মিরান্ডার পছন্দ হলে কী হবে, সিটি অব এডিনবার্গ কাউন্সিল তাকে দরজার রং দ্রুত পরিবর্তন করতে বলেছে; এর বদলে দরজার রং করতে বলেছে সাদা। সিটি কাউন্সিলের নিয়মে বলা আছে, সদর দরজার রং হতে হবে ধূসর। কিন্তু মিরান্ডা এখন পরিকল্পনা করছেন, সদর দরজা গাঢ় কালো রঙে রাঙাতে।
বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২২/এএইচএ