বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়া শহরের চকফরিদ এলাকায় এক আইনজীবীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের চকফরিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি চকফরিদ এলাকার তবির উদ্দিনের ছেলে আব্দুল বারী চান (৪৫)। তিনি সাবেক ছাত্রদল নেতা ও বগুড়া বার সমিতির সদস্য।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল বারী গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় ও শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২২/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: