বিজনেস আওয়ার প্রতিবেদক : মূল মার্কেটে ক্রেতার সংকট দেখা দিলেও ব্লকে নিয়মিত লেনদেন হচ্ছে পাঁচ তারকা হোটেল সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার। গত ২ সপ্তাহের প্রতি কার্যদিবসে (৩-১৩ আগস্ট) কোম্পানিটির উল্লেখযোগ্য শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্লকে সী পার্লের ৪ কোটি ৬২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওইদিন শেয়ারটি ৭৯.১০ টাকা থেকে ৭১.২০ টাকায় লেনদেন হয়েছে।
এর আগে বুধবার (১২ আগস্ট) ব্লকে সী পার্লের ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১০ আগস্ট ৩ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার টাকার ও ৯ আগস্ট ১ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এর আগের সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে ৩ আগস্ট ৫৩ লাখ ৬ হাজার টাকার, ৪ আগস্ট ২ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকার, ৫ আগস্ট ১ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকার ও ৬ আগস্ট সী পার্লের ২৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৬ আগস্ট, ২০২০/আরএ